রোজদিন ডেস্ক,কলকাতা :- ফিরহাদ হাকিম নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে এল ওয়েস্ট বেঙ্গল হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন অর্থাৎ হিডকো। এবার থেকে প্রশাসনিক ও কর্মীবর্গ দফতরের আওতায় চলে এল হিডকো। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। যদিও এখনও পর্ষন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়নি।
বাম আমলে তৈরি হওয়ার পর আবাসন দফতরের অধীনে ছিল ওয়েস্ট বেঙ্গল হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন অর্থাৎ হিডকো। কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর দফতর বদল করে নগোরন্নয়ন দফতরের অধীনে চলে আসে হিডকো। দীর্ঘদিন নগোরন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের তত্ত্বাবধানে ছিল। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে তার দফতর ফের একবার বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবারের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আওতায় রয়েছে প্রশাসনিক ও কর্মী দফতর। এবার সেই দফতরের অধীনে আনা হয়েছ হিডকোকে। প্রসঙ্গত, দেবাশিস সেনের পর হিডকোর চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। কিন্তু, দফতর বদলের পর তিনি এই পদে আর থাকবেন কি না, এখন সেটাই এখন দেখার বিষয়ে। সূত্রের খবর, চেয়ারম্যানের পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়ারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যালোচনা বৈঠকের মাধ্যমে পরবর্তী হিডকোর চেয়ারম্যান কে হবেন, তা ঠিক করবেন বলে সূত্রের খবর।
উল্লেখ্য, রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে হিডকো অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা। আবাসনের বিভিন্ন প্রকল্প-সহ রাজ্যের বহু গুরুত্বপূর্ণ কাজের তত্ত্বাবধানের দায়িত্বে থাকে এই সংস্থা। বিশেষ করে নিউটাউনের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই হিডকোর। রাজারহাট, নিউটাউনকে ভবিষ্যতে ‘স্মার্ট সিটি’ তৈরি করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে এই সংস্থার তরফে।
সম্প্রতি, দিঘার জগন্নাথ মন্দির নির্মাণের দায়িত্বে রয়েছে ওয়েস্ট বেঙ্গল হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। এর আগে আইএএস সঞ্জয় বনশল হিডকোর ম্যানাজিং ডিরেক্টর ছিলেন। পরে বনশলকে সরিয়ে সেই দায়িত্ব দেওয়া হয় আইএএস শশাঙ্ক শেট্টিকে। সংস্থার ‘বোর্ড অফ ডিরেক্টর্সে’ একাধিক আইএএস আধিকারিক রয়েছেন। বর্তমানে এই পদে রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি। প্রসঙ্গত, ফিরহাদ হাকিমের আগে হিডকোর চেয়ারম্যান ছিলেন রাজ্যের প্রাক্তন অতিরিক্ত মুখ্যসচিব দেবাশিস সেন। তাঁর পর তিন বছর আগে এই দায়িত্ব নেন ফিরহাদ। বাম আমলে সংস্থার চেয়রাম্যান ছিলেন তৎকালীন আবাসন মন্ত্রী গৌতম দেব।
Be the first to comment