বনগাঁর পুর চেয়ারম্যানকে তীব্র ভর্ৎসনা করলেন হাইকোর্টের বিচারপতি

Spread the love
বনগাঁ আস্থাভোটে নজিরবিহীন প্রস্তাব কলকাতা হাইকোর্টের। শুক্রবার বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় প্রস্তাব দেন জেলাশাসক বা মহকুমাশাসকের দফতরে হোক এই আস্থা ভোট। পাশাপাশি নিরাপত্তার জন্য পুলিশকে সুপারকে আস্থা ভোটে উপস্থিত থাকতে বলেছেন বিচারপতি। অনাস্থা প্রস্তাব আসার পর আস্থা ভোট না হলে ব্যহত হয় পরিষেবা। তাই দ্রুত আস্থা ভোট চাইছেন বিচারপতি। পাশাপাশি এদিন বনগাঁর চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। তিনি বলেন, আপনাদের সংখ্যাগরিষ্ঠতা নেই। তাও কেন চেয়ার আঁকড়ে পড়ে রয়েছেন। মানুষ আপনাদের পরিষেবা দিতে পাঠিয়েছেন। কিন্তু এটা কী করছেন? এতো নির্লজ্জ কেন আপনি? বিচারপতি আরও জানতে চান, আস্থা ভোটে আপনারা এত ভয় পাচ্ছেন কেন? ্যাডভোকেট জেনারেলের উদ্দেশ্যে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের মন্তব্য, বনগাঁ আস্থা ভোটের ঘটনা লজ্জার। সরকার ভুল করলে আদালত শুধরে দেবে। ১১জন কাউন্সিলর সভায় ঢুকতে পারেননি যাঁরা অনাস্থা আনল তাঁরাই ঢুকতে পারল না? তবে শুধু বনগাঁ নয়, হালিশহর পুরসভা তৃণমূল যে ভাবে পুনর্দখল করেছে তা নিয়েও এদিন তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। তিনি বলেন, হালিশহরে শুনলাম হোয়াটস অ্যাপ মেসেজে অনাস্থা নোটিস পাঠানো হয়েছে। হচ্ছে টা কী?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*