রফিকুল জামাদার (রিপোর্টার)-
সিঙ্গেল বেঞ্চে পঞ্চায়েত মামলার শুনানি আজও শেষ হল না। আগামীকাল হবে ফের শুনানি।
এদিন বিচারপতি সুব্রত তালুকদার নির্বাচন কমিশনকে বলেন, “পঞ্চায়েত সম্পর্কিত যে সমস্ত মামলা হয়েছে মূল মামলা ছাড়া রাজ্য নির্বাচন কমিশনকে একজন স্পেশাল অফিসার নিয়োগ করতে হবে যিনি সমস্ত মামলা গুলিকে একত্রিত করে রাখবেন। এবং শুনানি চলাকালীন তাঁকে সর্বক্ষণ হাইকোর্টে থাকতে হবে। যখন আমাদের কোনো তথ্য জানার প্রয়োজন হবে তাঁর কাছ থেকে জেনে নেব। কারন সব মামলা গুলির জন্য কমিশনের কাছে জানা সম্ভব নয়, সময় কম।”
এদিন তৃণমূল আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতিকে বলেন, “নির্বাচন কমিশনের মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর আইনি অধিকার নেই। তাই নির্বাচন কমিশন সেটা বুঝতে পেরে পরে সেই বিজ্ঞপ্তি প্রত্যাহার করেছে।” এদিন তিনি আরো বলেন, “বিরোধীরা ভিত্তিহীন অভিযোগ করছে।অভিযোগের কোনো প্রমাণ নেই তাদের কাছে। ভোট প্রক্রিয়া বাধা দেওয়ার চেষ্টা করছে তারা।”
Be the first to comment