
রোজদিন ডেস্ক, কলকাতা:- আরজি করের ঘটনায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। সেই মামলা এবার শুনবেন বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ।
গত সপ্তাহে মামলাটি প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ব্যক্তিগত কারণে না-শুনে ছেড়ে দিয়েছিলেন। তারপর মামলাটি বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে স্থানান্তর করা হয়েছে। নতুন বেঞ্চে রাজ্য হলফনামা দিয়ে দাবি করেছে, বিনীত গোয়েলের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। মামলাকারী এই রকম মামলা দায়ের করতে পারেন না। হলফনামার কপি ইতিমধ্যেই দেওয়া হয়েছে মামলাকারীকে।
আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক পড়ুয়ার খুন ও ধর্ষণের ঘটনায় তাঁর নাম প্রকাশ করার জন্য কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে এক আইনজীবী জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন ৷ দাবি করেছিলেন, এই ধরনের ক্ষেত্রে নাম ও অন্যও কোনও তথ্য প্রকাশ করা যায় না ৷ বিনীত গোয়েলের মতো সিনিয়র আইপিএস অফিসার যে এটা জানতেন না, তা বিশ্বাসযোগ্য নয়। পাশাপাশি, বিনীত গোয়েল তথ্য প্রমাণ লোপাটের ঘটনায় যুক্ত, তার অপসারণের দাবিও জানানো হয়েছিল মামলায়।
কিন্তু, সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন থাকায় দীর্ঘদিন মামলা শোনেননি প্রধান বিচারপতি। পরে গত সপ্তাহে তিনি মামলাটি ছেড়ে দেন। এর আগে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের বিরুদ্ধে রাজ্য কোনও ব্যবস্থা নিয়েছে কি না, তা জানতে চেয়ে মামলা ছাড়ার আগে রাজ্যকে হলফনামা দিতে নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। রাজ্য ইতিমধ্যেই তাকে কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে এডিজি সিআইডি পদে সরিয়ে দিয়েছে।
Be the first to comment