একটি জমি সংক্রান্ত মামলায় রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে ব্যক্তিগতভাবে হাজিরার নির্দেশ দিল আদালত। আগামী ২৯ জুলাই মুখ্যসচিবকে হাজিরা দিতে বলেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি কৃষ্ণা রাওয়ের ডিভিশন বেঞ্চ শুক্রবার এই নির্দেশ দেয়।
আদালত সূত্রের খবর, কাটোয়ায় সুভাষ সাহা-সহ তিনজনের থেকে জমি নিয়ে একটি জেটিঘাট তৈরি হয়েছিল। অভিযোগ, জমিদাতারা কোনও ক্ষতিপূরণ পাননি। ক্ষতিপূরণের দাবিতে তাঁরা আদালতের দ্বারস্থ হন। ২০১৯ সালে বিচারপতি হরিশ ট্যান্ডনের একক বেঞ্চ আবেদনকারীদের যথার্থ ক্ষতিপূরণের নির্দেশ দেয়। তাকে চ্যালেঞ্জ জানিয়ে বিচারপতি তালুকদারের ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। দীর্ঘ শুনানি চলাকালীন ডিভিশন বেঞ্চ সংশ্লিষ্ট্ তিনজনকে ৯০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেয়। তার পরেও ক্ষতিপূরণের সরকার না দেওয়ায় আদালত শুক্রবার মুখ্যসচিবকে ২৯ জুলাই আদালতে হাজির হয়ে ক্ষতিপূরণ না দেওয়ার কারণ জানাতে বলেছে।
সুভাষ সাহার আইনজীবী দিলীপ কুমার সাধু বলেন, রাজ্য সরকার ওই তিনজনের কাছ থেকে জমি নিয়েছিল কাটোয়ায় জেটিঘাট তৈরি করার জন্য। তাঁরা জনস্বার্থের কথা ভেবে জমি দেন। তখন রাজ্য সরকার জানিয়েছিল, এর জন্য যথার্থ ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু রাজ্য সরকার কথা না রাখায় আমার মক্কেল আদালতে আবেদন করেন। আদালত ক্ষতিপূরণের নির্দেশ দিলেও তা মানা হয়নি। অবশেষে আদালত মুখ্যসচিবকে হাজিরা দিতে বলেছে। তিনি বলেন, আদালতের উপর আমাদের আস্থা আছে।
Be the first to comment