রাজ্যের বকেয়া পুরভোট কবে? নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের

Spread the love

পুরভোট নিয়ে কলকাতা হাই কোর্টের কড়া প্রশ্নের মুখে রাজ্য নির্বাচন কমিশন। রাজ্যের বকেয়া পুরসভাগুলিতে নির্বাচন কবে? কত দফায় ভোট করানো সম্ভব? কমিশনের কাছে জানতে চেয়েছে আদালত। সোমবার অর্থাৎ আগামী ৬ ডিসেম্বরের মধ্যে লিখিতভাবে সেই তথ্য কলকাতা হাই কোর্টকে জানাতে হবে। ওইদিনই মামলার চূড়ান্ত শুনানি।

রাজ্যের সব পুরসভায় একসঙ্গে ভোট করানোর দাবিতে কলকাতা হাই কোর্টে মামলা হয়েছে। সেই মামলার শুনানি চলাকালীন বুধবার আদালতের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব জানান, কলকাতার পুরভোট ঘোষণা হয়ে গিয়েছে। সেই বিজ্ঞপ্তিতে কোনও হস্তক্ষেপ করবে না আদালত। তবে মেয়াদ উত্তীর্ণ অন্যান্য পুরসভাগুলিতে কবে ভোট, তা সোমবারের মধ্যে লিখিতভাবে জানাতে হবে কমিশনকে। ভোট সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে নির্বাচন কমিশনকেই। আদালতের কথায়, “রাজ্যের ভোট পরিচালক হিসেবে কমিশনের সাংবিধানিক দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব এড়াতে পারে না রাজ্য নির্বাচন কমিশন।”

এদিন প্রধান বিচারপতি জানতে চান, “কত দফায় পুরভোট সম্পন্ন করা সম্ভব?” জবাবে কমিশনের আইনজীবী জানান, এটা ব্যক্তিগতভাবে জানানো সম্ভব নয়। কমিশনের কাছ থেকে জেনে তারপরই জানাতে পারব। তার পরই সোমবার পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশনকে সময় দেওয়া হয়। কমিশনের জবাব দেখে পরবর্তী পদক্ষেপ ঠিক করবে কলকাতা হাই কোর্ট। 

কমিশনের তরফে জমা করা হলফনামায় জানানো হয়েছে, তাদের কাছে ১৫ হাজার ৬৮৭টি ইভিএম আছে। কিন্তু রাজ্যের সমস্ত বকেয়া পুরসভায় ভোট করাতে ৩০ হাজার ১৭৩টি ইভিএম প্রয়োজন। এর পর বিচারপতির প্রশ্ন, “তাহলে দু’দফায় কেন ভোট সেরে ফেলছেন না আপনারা? পুরভোট নিয়ে কী পরিকল্পনা রয়েছে আপনাদের?” সোমবারের মধ্যে এসব প্রশ্নের উত্তর জানাতে হবে কমিশনকে। প্রসঙ্গত, গত দেড় বছর ধরে রাজ্যে কোনও পুরভোট হয়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*