বাইক দুর্ঘটনায় ছেলেকে হারালেন উপযুক্ত ক্ষতিপূরণ পাননি। এর পর বিমার পুরো টাকা চেয়ে হাইকোর্টে মামলা করেন সায়রা বানু এক ভদ্রমহিলা। হাইকোর্ট ৪ সপ্তাহের মধ্যে বকেয়া টাকা দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট বিমা কোম্পানিকে। বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত এই নির্দেশ দিয়েছেন।
২০১১ সালের ১৫ জুলাই বাইকে যাওয়ার সময় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে আহত হন বেসরকারি ব্যাঙ্কের কর্মী মেহতাব হোসেন (২৯)। তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর মৃত্যু হয়। প্রায় ১৬ হাজার টাকা বেতন পেতেন তিনি। যুবকের মা বিমার টাকা পাওয়ার জন্য আলিপুরের মোটর ট্রাইবিউনালে আবেদন জানান। ২০১৩ সালে ট্রাইবিউনাল প্রায় ৮ লক্ষ টাকা বছরে ৯ শতাংশ সুদ সহ দেওয়ার নির্দেশ দেয়।
সুদসহ মোট ২০ লক্ষ টাকা পাওয়ার কথা ছিল যুবকের মায়ের। ২০১৩ সালে বিমা কোম্পানি ৮ লক্ষ ৭৫ হাজার টাকার চেকে দেয়। বকেয়া টাকার দাবিতে হাইকোর্টে আবেদন জানান সায়রা। হাইকোর্টে বিমা কোম্পানি বলে, যুবক হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছিলেন। বেপরোয়া গতির জন্যই দুর্ঘটনার শিকার হন। বিমা কোম্পানির এই যুক্তি আইনের চোখে গ্রাহ্য নয় বলে উল্লেখ করেন বিচারপতি। বকেয়া ১১ লক্ষ টাকা আগামী চার সপ্তাহের মধ্যে দেওয়ার নির্দেশ দেন তিনি।
Be the first to comment