আইএএস অফিসারের স্ত্রীকে শ্লীলতাহানি! গাফিলতির অভিযোগে লেক থানার পুলিশের বিরুদ্ধে তদন্তের নির্দেশ হাইকোর্টের

Spread the love

 

রোজদিন ডেস্ক:-

লেক থানা এলাকার এক আইএএস অফিসারের স্ত্রীকে শ্লীলতাহানির ঘটনায় এবার কলকাতা হাইকোর্টের ভৎসনার মুখে কলকাতা পুলিশ। অভিযোগ উঠেছে যে পুলিশের নিষ্ক্রিয়তা ও তদন্তের ত্রুটির কারণে অভিযুক্ত জামিন পেয়ে যান। আদালত পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে, থানার ওসি সহ তিনজনকে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।

এই ঘটনা রাজ্যের বাইরে কর্মরত আইএএস অফিসারের স্ত্রীর নিরাপত্তা ও আইনের প্রতি বিশ্বাসের ওপর গুরুতর প্রশ্ন তুলেছে।
উল্লেখ্য, একজন তথ্য প্রযুক্তি সংস্থার উচ্চপদস্থ কর্ত্রী, জানান যে ১৫ জুলাই তার ফাঁকা বাড়িতে মদ্যপ অবস্থায় এক পারিবারিক বন্ধু ঢুকে তাকে ভয় দেখিয়ে শারীরিক অত্যাচার করে। ঘটনার দিনই তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, এবং পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। কিন্তু পরের দিন আদালত পুলিশি তদন্তে ত্রুটির জন্য অভিযুক্তকে জামিন দিয়ে দেয়।
শুক্রবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চ লেক থানায় দায়ের করা অভিযোগ সংক্রান্ত ঘটনায় ওই নির্দেশ দিয়েছে।
হাই কোর্টের নির্দেশে বলা হয়েছে— প্রথমত, লালবাজারের মহিলা পুলিশের ডেপুটি কমিশনারকে মামলাটি তদন্তের জন্য দেওয়া হয়েছে। বর্তমান তদন্তকারী অফিসারকে তিন দিনের মধ্যে মামলার সমস্ত নথি তাঁকে হস্তান্তর করতে হবে। দ্বিতীয়ত, অভিযুক্তকে জামিন দিয়েছিল আলিপুর আদালত। ওই জামিন বাতিল করা হল। তৃতীয়ত, এই তদন্তে তথ্য বিকৃতি এবং পদ্ধতিগত ত্রুটির জন্য তিন মহিলা পুলিশ কর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করতে হবে কলকাতার পুলিশ কমিশনারকে। বিভাগীয় তদন্ত হবে লেক থানার এএসআই সুজাতা বর্মন, তিলজলা থানার এসআই কল্পনা রায় এবং কড়েয়া থানার এসআই অর্পিতা ভট্টাচার্যের বিরুদ্ধে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*