‘শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে লাভ নেই’, শান্তিপ্রসাদের আইনজীবীকে ধমক বিচারপতির

Spread the love

বৃহস্পতিবার আদালতে পেশ করা হলফনামায় যে নথি সামনে এসেছে তাতে এটা পরিষ্কার নয় যে, নবম-দশমে নিয়োগ সংক্রান্ত কোনও বৈঠক আদৌ হয়েছিল কি না ৷ তৎকালীন উপদেষ্টা কমিটির প্রধান শান্তিপ্রসাদ সিনহা কনভেনর হিসাবে বিজ্ঞপ্তি জারি করলেও বৈঠক শেষ পর্যন্ত হয়নি বলে শুক্রবার আদালতে জানান অভিযুক্তের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য। শান্তিপ্রসাদের আইনজীবীকে পালটা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ধমকের সুরে বলেন, “শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে কোনও লাভ নেই।”

সিবিআইয়ের তরফে আইনজীবী জানান, আদালতের নির্দেশমত স্টেট লেভেল সিলেকশন টেস্টের মাধ্যমে নবম-দশম শ্রেণিতে নিয়োগ মামলায় এফআইআর দায়ের হয়েছে ইতিমধ্যেই ৷ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের আধিকারিকদের জিজ্ঞাসাবাদের জন্য। এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, যে ২৭ জনকে এসএলএসটি-র মাধ্যমে সহ-শিক্ষক হিসাবে নিয়োগপত্র দেওয়া হয়েছিল, তাদের নাম এবং তথ্য মামলাকারীকে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে আজকেই ৷ স্কুল সার্ভিস কমিশনও সিবিআই আধিকারিকদের হাতে প্রয়োজনীয় তথ্য তুলে দেবে ৷ ১৩ এপ্রিল ফের এই মামলার শুনানি।

উল্লেখ্য, ২০১৬ এসএলএসটি-র মাধ্যমে শিক্ষকপদে নিয়োগে বিপুল দুর্নীতির অভিযোগ সামনে আসায় বৃহস্পতিবার সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ প্রয়োজনে স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা-সহ অন্যান্য আধিকারিক এবং কোনও রাজনৈতিক প্রভাবশালী যুক্ত থাকলে তাঁকেও জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন তিনি ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতি আদালতের নির্দেশ ছিল, বৃহস্পতিবার রাতের মধ্যে মামলায় এফআইআর দায়ের করে তদন্ত শুরু করতে হবে ৷ সেই নির্দেশ মোতাবেক প্রয়োজনীয় এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে বলে এদিন আদালতে জানায় সিবিআই ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*