পঞ্চায়েত নির্বাচনে নিরাপত্তাকে কেন্দ্র করে কড়া পদক্ষেপের নির্দেশ হাইকোর্টের

Spread the love

এবারের নির্বাচনে বড় প্রসঙ্গ হল নিরাপত্তা। প্রার্থীদের নিরাপত্তা থেকে মনোনয়ন ঘিরে নিরাপত্তা বার বার পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে উঠে এসেছে সংবাদ শিরোনামে। যার জেরে ভোট প্রক্রিয়া ঘিরে মামলা গড়িয়েছে হাইকোর্ট থেকে সুপ্রিমকোর্ট। ভোটে অশান্তি কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েও দিয়েছে আদালত। নিজের রায়ে বেশ কিছু কড়া পদক্ষেপের নির্দেশ এসেছে হাইকোর্টের তরফে।

সূত্রের দাবি, শালবনীর জাড়ায় একটি কালভার্চের নিচ থেকে উদ্ধার হয় একটি ল্যান্ডমাইন। সঙ্গে পাওয়া যায় একটি মাওবাদী পোস্টার। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তৎপর হয়ে যায় প্রশাসন। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় বোম্ব স্কোয়াড। পঞ্চায়েত নির্বাচনের আগে এমন ঘটনায় রীতিমত ত্রস্ত এলাকা। এদিকে, নিরাপত্তা আঁটো সাঁটো করতে ভিনরাজ্য থেকে এরাজ্যে ঢুকছে মাও দমনে বিশেষভাবে প্রশিক্ষিত বাহিনী। সব মিলিয়ে পঞ্চায়েত নির্বাচন ঘিরে সাজো সাজো রব রাজ্যে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*