নির্বাচন কমিশনের ভূমিকায় চূড়ান্ত অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট। কোভিডে রাজনৈতিক দলগুলির প্রচার নিয়ে কমিশনের ভূমিকা সন্তোষজনক নয়, এমনটাই পর্যবেক্ষণ হাইকোর্টের। যে রাজ্যে দৈনিক সংক্রমণ ১০ হাজার পার করে যাচ্ছে, সে রাজ্যে কী ভাবে রাজনৈতিক দলগুলি হাজার হাজার লোকজন জড়ো করে ভোট প্রচার করছে তা নিয়ে কার্যত হতবাক আদালত।
হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ চরম অসন্তোষ প্রকাশ করেছেন কমিশনের ওপর। প্রধান বিচারপতি টিবি এন রাধাকৃষ্ণণের কথায়, করোনা রুখতে এই মুহূর্তে কমিশনের ভূমিকা অত্যন্ত কঠোর হওয়া উচিত ছিল। অথচ তারা সার্কুলার জারি করেই থেমে গিয়েছে। কোনও পদক্ষেপের চিন্তাভাবনাই নেই। প্রধান বিচারপতির কথায়, “সার্কুলার নয় পদক্ষেপ চাই।”
ভোট প্রচার নিয়ে রাজনৈতিক দলগুলি বারবারই বলেছে, কমিশনের সিদ্ধান্তকে তারা মাথা পেতে নেবে। কিন্তু কমিশন সে অর্থে সত্যিই তেমন কোনও কড়া পদক্ষেপ করেনি বরং ৪৮ ঘণ্টার বদলে ভোটের ৭২ ঘণ্টা আগে প্রচার বন্ধের নির্দেশ দিয়েই ক্ষান্ত থেকেছে। এই ভূমিকাই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের কাছে চরম অসন্তোষের। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, কমিশনের হাতে চূড়ান্ত ক্ষমতা রয়েছে। অথচ তারা তার ব্যবহার করছে না।
Be the first to comment