প্রকাশিত হল উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানিয়েছেন, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের রাজ্যজুড়ে ৫২টি বিতরণ কেন্দ্র থেকে স্কুলগুলি ৩১ জুলাই মার্কশিট এবং সার্টিফিকেট পাবে। এ বছর উচ্চমাধ্যমিকে বসেন ৮ লাখের বেশি পরীক্ষার্থী। পরীক্ষা শুরু হয়েছিল ১২ মার্চ। ২১ মার্চ পর্যন্ত পরীক্ষা হয়। বাকি বেশ কয়েকটি পরীক্ষা হয়নি।
এই বছর উচ্চ মাধ্যমিকের ফলাফলে থাকছে না মেধাতালিকা। তবে এখনই মার্কশিট মিলবে না। শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে যে, মার্কশিট মিলবে আগামী ৩১ জুলাই। ১০ অগাস্ট থেকে স্নাতকে অনলাইনে ভর্তি। এই বছর উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯০.১৩ শতাংশ। এই বছর রেকর্ড সংখ্যা পাশ উচ্চ মাধ্যমিকে, এমনটাই জানিয়েছে শিক্ষা সংসদ। তবে পরবর্তী বছরের উচ্চমাধ্যমিকের সূচির বিষয়ে এখনও কিছু জানায়নি শিক্ষা সংসদ।
জানা যাচ্ছে, বিকেল ৪ টে থেকে ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের wbresults.nic.in -এর ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখা যাবে। উচ্চমাধ্যমিকের ফলাফল ২০২০ লিঙ্কে ক্লিক করুন। আপনার রোল নম্বর ও বাকি তথ্য লিখুন। সাবমিটে ক্লিক করুন। দ্বাদশ শ্রেণির ফলাফল আপনার কমপিউটার স্ক্রিনে দেখা যাবে। ফলাফল ডাউনলোড করুন বা আপনার সুবিধার্থে একটি প্রিন্ট নিয়ে নিন।
গত বছর উচ্চ মাধ্যমিকে সার্বিক পাশের হার ছিল রেকর্ড ৮৬.২৯ শতাংশ। পাশের হারে এগিয়ে ছিল পূর্ব মেদিনীপুর (৯৪.১৯ শতাংশ)। তারপরেই ছিল কলকাতা (৯১.৪১ শতাংশ), পশ্চিম মেদিনীপুর, কালিম্পং-সহ ইত্যাদি জেলা।
কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে গত বছর থেকেই পড়ুয়াদের ক্যাম্পাসে আসা বারণ হয়েছিল। এ বছরও তাই থাকছে। কলেজ বা বিশ্ববিদ্যালয় ভিত্তিক পুরোপুরি অনলাইন ব্যবস্থায় ভর্তি হবে। টাকা জমা, নথির প্রাথমিক যাচাই হবে ব্যাঙ্কে। প্রথম যে দিন পড়ুয়া ক্লাস করতে আসবে, সে দিন কলেজ নথি যাচাই করে নেবে। তাতে ভুল থাকলে সংশ্লিষ্ট পড়ুয়ার ভর্তিও বাতিলও হতে পারে।
বুধবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গত বছরের তুলনায় এ বছর পাশের হার বেড়েছে। সামগ্রিকভাবে পাশের হার ৮৬.৩৪ শতাংশ। বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে চলতি বছরের হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল। গত বারের তুলনায় এ বার পাশের হার যেমন বেড়েছে, তেমনই ছাত্রীদের সাফল্য নজরকাড়া। মেধা তালিকায় রাজ্যে সেরা প্রথম দু’জনই ছাত্রী।
Be the first to comment