আবারও বদল উচ্চ-মাধ্যমিকের রুটিন, নতুন পরীক্ষার সূচী ঘোষণা মমতার

Spread the love

ফের বদল উচ্চ-মাধ্যমিকের সময় সূচি। নবান্ন বৈঠকে উপস্থিত হয়ে বৃহস্পতিবার এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। জয়েন্ট এন্ট্রাস মেইন পরীক্ষার সঙ্গে একাধিকবার উচ্চ-মাধ্যমিকের দিন মিলে যায়। সেই কারণে রুটিনের বদল করেছেন মুখ্যমন্ত্রী। এর আগেও এমন ঘটনা ঘটেছে। জয়েন্টের সঙ্গে উচ্চ-মাধ্যমিকের সময়সূচির তারিখ মিলে যাওয়ায় রুটিন বদলে দেওয়া হয়েছে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব, স্কুল শিক্ষা সচিব ও উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদের কর্তারা।

আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী, “প্রথম ভাষার পরীক্ষা হবে ২ এপ্রিল, এরপর একদিন ছুটি দিয়ে ৪ এপ্রিল হবে দ্বিতীয় ভাষার পরীক্ষা। পরের দিন অর্থাৎ ৫ এপ্রিল হবে বৃত্তিমূলক বিষয়ের পরীক্ষা।এরপর অঙ্ক পরীক্ষা হবে ১৬ তারিখ। ১৮ তারিখ অর্থনীতির পরীক্ষা, ১৯ এপ্রিল হবে কম্পিউটার সায়েন্স। ২০ এপ্রিল হবে কমার্শিয়াল ল। এরপর পরীক্ষা আছে ২২, ২৩ এপ্রিল। ২২ তারিখ হবে পদার্থ বিজ্ঞান, ২৩ তারিখ স্যাটিসটিকস এর পরীক্ষা রয়েছে। ২৬ তারিখ হবে রসায়ন পরীক্ষা ও ২৭ তারিখ বায়োলজিক্যাল সাইন্স গ্রুপের পরীক্ষা রয়েছে।

এদিন মমতা বলেন, “এই বছর প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে।তার মধ্যে ছেলেদের সংখ্যা রয়েছে ৩ লক্ষের কাছাকাছি। মেয়েদের সংখ্যা ৪ লক্ষের আশেপাশে।পরীক্ষা কেন্দ্র রয়েছে ৬ হাজার ৭২৭।পরীক্ষা হবে সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত।”

এক নজরে উচ্চ-মাধ্যমিকে নতুন রুটিন

২ এপ্রিল প্রথম ভাষা

৪ এপ্রিল দ্বিতীয় ভাষা

৫ এপ্রিল বৃত্তিমূলক পরীক্ষা

১৬ এপ্রিল অঙ্ক পরীক্ষা

১৮ এপ্রিল অর্থনীতির পরীক্ষা

১৯ এপ্রিল কম্পিউটার সায়েন্স

২০ এপ্রিল কমার্শিয়াল ল

২২ এপ্রিল পদার্থ বিজ্ঞান

২৩ এপ্রিল স্যাটিসটিকস

২৬ এপ্রিব রসায়ন পরীক্ষা

২৭ তারিখ বায়োলজিক্যাল সায়েন্স

জাতীয় পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থার তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় যে, জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষা ১৬ এপ্রিল থেকে ২১ এপ্রিলের পরিবর্তে ২১ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত চলবে। সেই কারণে উচ্চ মাধ্যমিকের বদলে যাওয়া সময়সূচির সঙ্গে ফের ধাক্কা খায় জয়েন্টের পরীক্ষা।

বস্তুত, ১৫ মার্চ সামনে আসে উচ্চ-মাধ্যমিকের উচ্চ-মাধ্যমিকের সময় সূচি। ২ এপ্রিল থেকে ২০ এপ্রিল হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রথম দফায় এই রুটিন ঘোষিত হয়। নতুন চমক হিসেবে ছিল হোম সেন্টারে পরীক্ষা। ৫ মাস পরে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন ঘোষণা করে এনটিএম। সেখানে দেখা যায়, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে একাধিক পরীক্ষা একই দিনে পড়ে গিয়েছে। এনটিএ- এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে এরপর পরীক্ষার দিন বদলায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এরপর আবার ফের বদল হল রুটিন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*