উচ্চমাধ্যমিকে এবার বড়সড় বদল

Spread the love

বুধবার উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে পরীক্ষার পদ্ধতি বদলের কথা জানানো হয়েছে। সেখানেই জানানো হয়েছে, উচ্চ মাধ্যমিকে এবার থেকে চালু হচ্ছে সেমেস্টার পদ্ধতি। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণিতে চালু হবে এই পদ্ধতি আর ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে চালু হবে দ্বাদশ শ্রেণিতে। কীভাবে এগোবে সেই প্রক্রিয়া, কী হবে সিলেবাস, তা শীঘ্রই জানানো হবে।

শুধু একাদশ-দ্বাদশ বা উচ্চমাধ্যমিকের পঠন-পাঠন ব্যবস্থাতেই নয়, রাজ্যের সামগ্রিক শিক্ষা ব্যবস্থাতেই আমূল পরিবর্তন আনতে সচেষ্ট রাজ্য সরকার। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি হিসেবে চিরঞ্জীব ভট্টাচার্য, সেদিনই সেমেস্টার সিস্টেম চালু করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। পরিকল্পনা ছিল, দু’টি সেমেস্টারের পরীক্ষার জন্যই আলাদা আলাদা নম্বর বরাদ্দ রাখা হবে। সেই পরীক্ষাগুলিতে যা নম্বর পাবেন পরীক্ষার্থীরা, সেটা যোগ করে প্রকাশ করা হবে উচ্চমাধ্যমিকের চূড়ান্ত ফল। এর ফলে পরীক্ষার্থীদের সুবিধা হবে বলে মনে করছেন শিক্ষক মহলের একাংশ। তবে বছরের প্রথম ও দ্বিতীয় সেমেস্টারের ফলাফল পাওয়া যাবে একই সঙ্গে। আলাদা করে কোনও ফলাফল প্রকাশ করা হবে না। একসঙ্গে চূড়ান্ত ফল হাতে পাবেন পরীক্ষার্থীরা।

সর্বভারতীয়স্তরে প্রতিযোগিতামূলক যে কোনও পরীক্ষায় প্রশ্ন হয় এমসিকিউ আকারে। থাকে ওএমআর শিট।উচ্চমাধ্যমিকেও সেই পদ্ধতি চালু করতে চেয়েছিল বোর্ড। তবে সে ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*