জয়েন্ট এন্ট্রান্সের জন্য উচ্চমাধ্যমিকের পরীক্ষার দিন বদল। শেষ তিন দিনের পরিবর্তিত সূচি ঘোষণা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের।২ তারিখ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক। শেষ হবে ২৬ এপ্রিল। সোমবার সাংবাদিক বৈঠক করে জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
জেইই মেন পরীক্ষার দিন সঙ্গে সংঘাত হওয়ায় দিন বদলের সিদ্ধান্ত নেয় সংসদ। ১৬ এপ্রিলের বদলে ওইদিনের পরীক্ষাগুলি নেওয়া হবে ১৩ এপ্রিল। ১৮ এপ্রিল পরীক্ষার দিন বদলে করা হয়েছে ২৫ এপ্রিল । ২০ এপ্রিল অর্থনীতির পরীক্ষা রয়েছে।সেটা নেওয়া হবে ২৬ এপ্রিল। ১৩ এপ্রিলের পরীক্ষা নেওয়া হবে ১৮ এপ্রিল।শেষ পরীক্ষা ২০ এপ্রিলের বদলে ২৬ এপ্রিল নেওয়া হবে। সব মিলিয়ে ২০ এর বদলে উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে ২৬ এপ্রিল।
২৩ এপ্রিল থেকে রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা শুরু হচ্ছে। তার আগে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স। চলতি বছর প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবেন। কিন্তু উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নির্ধারিত সূচির সঙ্গে ন্যাশনাল টেস্টিং এজেন্সি জেইই মেনের যে সূচি ঘোষণা করেছে তা একইদিনে পড়েছে। ফলে যাঁরা কেমিস্ট্রি ফিজিক্স এবং অঙ্ক নিয়ে পড়েন সেসব ছাত্রছাত্রীদের ক্ষেত্রে সমস্যার বিষয়। তাঁদের বেশিরভাগই এই পরীক্ষায় বসেন। ফলে অনেকেই পরীক্ষায় বসতে পারবে না। তাই উচ্চমাধ্যমিকের পরীক্ষার সূচিতে পরিবর্তন আনা হল।
Be the first to comment