শুক্রবার প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিকের ফলাফল

Spread the love

সব প্রতীক্ষার অবসান। বৃহস্পতিবার রাত পোহালেই শুক্রবার প্রকাশিত হতে চলেছে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট, অনলাইন এবং এসএমএস-এর মাধ্যমে ফলাফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা। উল্লেখ্য চলতি বছরের এপ্রিলের প্রথম সপ্তাহে শেষ হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮,২৬, ০২৬। ছাত্র ও ছাত্রীর সংখ্যা যথাক্রমে ৪ লক্ষ ২০ হাজার এবং ৩ লক্ষ ৮০ হাজার। আগামীকাল সকাল ১০ টায় উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদ সূত্রে জানা গিয়েছে, সকাল ১০ টার মধ্যে  ওয়েবসাইটে ফলাফল আপলোড করে দেওয়া হবে। শুক্রবারই বেলা ১১ টা থেকে স্কুলগুলি থেকে মার্কশিট বিতরণ করা হবে।

ফলাফল জানার জন্য ওয়েবসাইটগুলি হল : http:// wbresults.nic.in/highersecondary/wbhsres.htm, www.exametc.com, www.knowyourresult.com, http:// wb12.knowyourresult.com, http:// www.indiaresults.com, www.schools9.com, www.manabadi.com, www.examresults.net, www.westbengaleducation.net, www.results.westbengaleducation.net, www.resultsout.com এছাড়া এসএমএস-এর মাধ্যমেও ফল জানতে পারবেন ছাত্র-ছাত্রীরা। টাইপ করতে হবে, SMS WB 12, তারপর  স্পেস দিয়ে রোল নম্বর লিখে পাঠিয়ে দিতে হবে 56263 নম্বরে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*