কবে প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফলাফল? বড় খবর দিল সংসদ

Spread the love

এ বারেই প্রথম নিজে স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছে ছাত্রছাত্রীরা। কঠিন চ্যালেঞ্জের মুখে পড়লেও নির্বিঘ্নেই এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। করোনা পরিস্থিতির জন্য হোম সেন্টারে পরীক্ষা নেওয়া হবে তা আগেই সিদ্ধান্ত নিয়েছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। যদিও উপনির্বাচন, JEE মেন পরীক্ষার জেরে দু’বার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে পরীক্ষাসূচি বদলাতে হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বৈঠক করতে হয়।

বুধবার সার্বিকভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলেও ফলাফল জুন মাসের মাঝামাঝি প্রকাশ হবে। এ দিন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সবে পরীক্ষা শেষ হয়েছে। এখন আমাদের অনেক কাজ বাকি। চেষ্টা করব জুনের মাঝামাঝি উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করার।’ পরীক্ষা চলাকালীন টোকাটুকি ও প্রশ্নপত্র যাতে বাইরে না বেরিয়ে যায় তার জন্য ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল প্রথমেই মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। যদিও মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কলকাতা হাইকোর্টের রায়ের পর ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে পিছু হটতে হয় মধ্যশিক্ষা পর্ষদকে। তার জেরে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে ইন্টারনেট বন্ধ রাখা হয়নি।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে ইন্টারনেট বন্ধ না রাখা হলেও টোকাটুকি নিয়ে কোনও অভিযোগ এ বছর আসেনি। এমনকি প্রশ্নপত্র নিয়েও কোনও অভিযোগ আসেনি ছাত্র-ছাত্রীদের কাছ থেকে। শুধু তাই নয়, কোনও শিক্ষক-শিক্ষিকা মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছেন এই সংক্রান্ত কোনও অভিযোগ সংসদে আসেনি।

করোনা পরিস্থিতির জন্য এ বছর প্রশ্নপত্রের সঙ্গে একাধিক বিকল্প প্রশ্নপত্র রাখা হয়েছিল। যাতে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা দিতে কোনওরূপ সমস্যার সম্মুখীন না হয়। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কয়েকজন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়লেও তারা হাসপাতাল বা নার্সিংহোম থেকে পরীক্ষা দিতে পেরেছে।

এ বছর মোট ৮ লক্ষেরও বেশি পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। হোম সেন্টারে পরীক্ষা হওয়ার জন্য সংসদ আগেই নির্দেশিকা দিয়ে জানিয়ে দিয়েছিল বিষয়ভিত্তিক শিক্ষকরা ওইদিন পরীক্ষাকেন্দ্রে থাকতে পারবেন না। শুধু তাই নয় দফায় দফায় একাধিক নির্দেশিকা জারি করা হয়েছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে পরীক্ষাকে নির্বিঘ্নে পরিচালনা করার জন্য। হোম সেন্টারে পরীক্ষা নেওয়া সংসদের কাছে চ্যালেঞ্জের বিষয় ছিল বলেই মনে করেছিল আধিকারিকদের একাংশ। আগামী দিনেও হোম সেন্টার পরীক্ষা নেওয়ার মডেলকেই অনুসরণ করতে চায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ বলেই সূত্রের খবর। সে ক্ষেত্রে আগামী বছরের পরীক্ষাতে বেশকিছু পরিবর্তনও করতে চায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*