ফের জাতীয় সড়কে দুর্ঘটনা। এ বার গতির বলি এক শিশুসহ ৩ জন।জখম হয়েছেন আরও তিনজন। শুক্রবার সকাল দশটা নাগাদ বুদবুদ থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল একটি চারচাকা গাড়ি। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে গলসির চৌমাথার কাছে পিছনের চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। এরপর একটি গাছে ধাক্কা মেরে রাস্তার ধারের নয়ানজুলিতে উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িটির চালক শেখ সুরজের।
ভয়ানক আওয়াজ শুনে ছুটে এসে স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। পরে ঘটনাস্থলে পৌঁছায় গলসি থানার পুলিশ। আহতদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মারা যায় পাঁচ বছরের দিয়া খাতুন ও গাড়ির আরেক আরোহী আজাহার মল্লিক। বাকিদের চিকিৎসা চলছে এই হাসপাতালেই।
পুলিশ জানিয়েছে, প্রচণ্ড গতিতে ছুটছিল চার চাকার গাড়িটি। তাই পিছনের চাকা ফেটে যেতে আর তাল রাখতে পারেনি। সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচার, সচেতনতা শিবির বা পথ নিরাপত্তা সপ্তাহ কোনও কিছুতেই গতি নিয়ন্ত্রণে রেখে গাড়ি চালানোর ব্যাপারে চালকরা সজাগ না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জেলার পুলিশকর্তারা।
Be the first to comment