জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের হুমকির জেরে গত ৪ দিনে পদ ছাড়লেন ৪০ জন এসপি

Spread the love
জম্মু কাশ্মীরে জঙ্গি দমনের জন্য যাদের স্পেশ্যাল পুলিশ অফিসার নিয়োগ করা হয়েছে, চাকরি ছাড়তে হবে সবাইকে। না হলে তারা তো মরবেই, তাদের বাড়ির লোকও রেহাই পাবে না। এই বলে কিছুদিন আগে হুমকি দিয়েছিল জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন। সেইমতো গত চারদিনে পদ ছেড়েছেন ৪০ জন এসপিও। শুধু তাই নয়, হিজবুলের কথামতো সোশ্যাল মিডিয়ায় ভিডিও ক্লিপ আপলোড করে পদত্যাগের কথা জানিয়েও দিয়েছেন তাঁরা। বাধ্য হয়ে সরকার এখন দক্ষিণ কাশ্মীরে ইন্টারনেট সার্ভিস বন্ধ করে দিয়েছে। কারণ, সেখানেই এসপিওদের চাকরি ছাড়ার ঘটনা ঘটছে বেশি।
জম্মু-কাশ্মীরের সরকার প্রথমদিকে এসপিওদের পদত্যাগের ভিডিওগুলি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছিল। কিন্তু বুধবার সরকার জানিয়েছে, কয়েকজন সত্যিই পদত্যাগ করেছেন। তবে তাঁদের সংখ্যা খুব কম। রাজ্যের মুখ্য সচিব বি ভি আর সুব্রমনিয়াম বলেছেন, আমাদের মোট ৩০ হাজার এসপিও আছেন। তাঁদের মধ্যে যাঁরা পদত্যাগ করেছেন, তাঁদের সংখ্যা খুবই কম।
হিজবুল নিছক হুমকি দেয়নি, শোপিয়ানে তিন এসপিওকে তুলে নিয়ে গিয়ে হত্যা করেছিল। তারা বেশ কয়েকজন এসপিও-র বাড়ি গিয়ে হুমকিও দিয়ে এসেছে। শোপিয়ানের কাচডোরা গ্রামের এসপিও মুখতার আহমেদ বলেছেন, তাঁর পরিবারের লোকেরাই বলছে, চাকরি ছেড়ে দাও।
দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা, শোপিয়ান এবং  জেলাতেই জঙ্গিদের দাপট বেশি। পুলিশ জানিয়েছে, সেখানে ৩ হাজার এসপিও আছেন। অনেককে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*