পাহাড়ঘেরা নীল-সবুজের ক্যানভাস

Spread the love

শান্তভূমি লাল ঝামেলা

ব্রততী ঘোষ : লাটাগুড়ি থেকে ৩২ কিলোমিটার দূরে ভারত-ভুটানের সীমান্তরেখা। ভুটান পাহাড়ঘেরা চারিদিকের সবুজ সমারোহের মাঝে একটুকরো লাল ঝামেলা। জায়গাটির নাম লাল ঝামেলা হলেও এমন শান্ত, স্নিগ্ধ, নিরুপদ্রব জায়গা এখন ডোডো পাখির মতই অদৃশ্য। জায়গাটির মুখ্য আকর্ষণ এখানকার প্রকৃতি। ভারত ও ভুটানের মাটিকে ছুঁয়ে থাকা ঝুলন্ত ব্রিজ, নিচে বহতা ডায়না নদী। নদীর ওপ্রান্তে ভুটান পাহাড়। ঝুলন্ত ব্রিজের মাঝখানে দাঁড়ালে ঘন নীল-সবুজের ক্যানভাসে জগৎ ভুলে থাকা যায়। ডায়না নদীর গর্জনের অনুরণন শোনা যায় কলকাতা ফিরেও। সেখানে দাঁড়িয়ে সূর্য ডোবার পালা দেখে প্রশ্ন জাগে—এ কোন দেশের সূর্যাস্ত আমার দেশের নাকি প্রবাসের? এরপর সন্ধ্যে নামে বকের পাখায়। সব পাখি ঘরে ফেরে, সে এক দেখার মতো দৃশ্য। পাহাড় কিনারায় দাঁড়িয়ে থাকলে দেখা যায় শত শত নীড়ে ফেরা পাখির দল। আপনি দাঁড়িয়ে থাকলে মাঝে মাঝেই নতমস্তক করতে হবে। কারণ যে স্ট্রোকে ওরা উড়ে আসে, আপনার মাথা এফোঁড়-ওফোঁড় করে দিতে পারে। আঁধার ঘেরা প্রকৃতির মাঝে পাখির ডানার ছটফটানির আওয়াজ, আস্তে আস্তে জানান দেওয়া ঝিঁঝির কনসার্টে আপনার তখন ঘোর লাগা অবস্থা। সেই ব্যাকগ্রাউন্ড মিউজিককে সঙ্গী করে ডেরায় ফিরে ক্যাম্প ফায়ারের আয়োজন করতে পারেন। অমন উদ্যম প্রকৃতিতে চায়ের সঙ্গে গরম ফুলকপির পকোড়া, সামনে জ্বলন্ত অগ্নিশিখা আপনাকে একটা ঝামেলাবিহীন যে দিন উপহার দিল সেটা মনে থাকবে অনেকদিন।
কীভাবে যাবেন ও কোথায় থাকবেন : লাটাগুড়িকে বেস ক্যাম্প করলে নামতে হবে লোকসান-এ। সেখান থেকে ক্যারন চৌপথী। ক্যারন থেকে ৩০০ টাকায় গাড়ি ভাড়া করে লাল ঝামেলা। আবার সরাসরি লাটাগুড়ি থেকেও গাড়িভাড়া করে যাওয়া যায়। থাকার জন্য আছে উত্তমদার Home Stay Diana River Camp.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*