শুরু হিমাচল প্রদেশ দখলের লড়াই, ভোট দেওয়ার আর্জি প্রধানমন্ত্রীর

Spread the love

কার দখলে হিমাচল, সিদ্ধান্ত নেবেন রাজ্যের মানুষ। শুরু হলো পাহাড়ি রাজ্যের বিধানসভা নির্বাচন। ৬৮ টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ আজ। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়াজাতীয় নির্বাচন কমিশনের তরফে ভোটগ্রহণের জন্য মোট ৭৮৮১টি বুথ তৈরি করা হয়েছে। সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে হিমাচল প্রদেশের সকল ভোটারকে ভোটদানের আর্জি জানান।

হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে এবার হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা। একদিকে রয়েছে শাসক দল বিজেপি, আগামী পাঁচ বছরও যাতে ক্ষমতা তাদের দখলেই থাকে, তার জন্য জোরকদমে প্রচার ও একাধিক প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে, বিজেপির অন্যতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস পুরনো ক্ষমতা ফিরে পাওয়ার জন্য একাধিক প্রতিশ্রুতি দিয়েছে। হিমাচলে বিজেপির নতুন ও অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসাবে উঠে এসেছে আম আদমি পার্টিও।

দিল্লি ও পাঞ্জাব দখলের পর এবার তাদের লক্ষ্য হিমাচল প্রদেশ ও গুজরাটেও বিধানসভা নির্বাচনে জয়। মোট ৫৫ লক্ষ ভোটার হিমাচল প্রদেশের ভাগ্য নির্ধারণ করবেন। এবারের বিধানসভা নির্বাচনে মোট ৪১২জন প্রার্থী দাঁড়িয়েছেন। এবারের নির্বাচনে তারকা প্রার্থীরা হলেন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর, প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের ছেলে বিক্রমাদিত্য সিং ও বিজেপির প্রাক্তন প্রধান সতপাল সিং সাত্তি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*