প্রবল বৃষ্টিতে হিমাচলপ্রদেশের সোলানে ভেঙে পড়লো বাড়ি। রবিবার বিকেলে কুমারহাট্টি এলাকায় বহুতলটি ভেঙে পড়ায় ৩৫ জনেরও বেশি লোক সেখানে আটকে পড়েছে বলে আশঙ্কা। জানা গিয়েছে, সেখানে ছিলেন সেনাকর্মীরাও। পরে শুরু হয় উদ্ধারকাজ। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৪ । যাঁদের মধ্যে ১৩ জন সেনাকর্মী ও এক জন সাধারণ মানুষ আছেন বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, যে বহুতলটি ভেঙে পড়েছে তাতে একটি রেস্তরাঁ ছিলো। সেখানেই দুপুরের খাবার খেতে গেছিলেন সেনাকর্মীরা। বাড়িটি হঠাৎ ভেঙে পড়ায় তাঁরা সকলেই ধ্বংসস্তূপে আটকে পড়েন। সেখান থেকে প্রাথমিকভাবে ৮টি দেহ উদ্ধার হয়েছে। তাঁদের মধ্যে ৬ জন সেনাকর্মীকে মৃত বলে ঘোষণা করা হয়। আহতের সংখ্যা ২১। তাঁরা চিকিৎসাধীন।
রবিবার বিকেলে ঘটনাটি ঘটার পরই এনডিআরএফ-এর দু’টি দল ঘটনাস্থানে এসে উদ্ধারকাজ শুরু করে। সোমবার এনডিআরএফ-এর আরও একটি দল সোলান পৌঁছেছে । এখনও পর্যন্ত মোট ৩৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
Be the first to comment