আবার ভেঙ্গে পড়ল বায়ুসেনার যুদ্ধবিমান। নিহত হয়েছেন পাইলট। বুধবার দুর্ঘটনাটি ঘটেছে হিমাচলপ্রদেশের কাংড়া জেলায়। পুলিশ সূত্রে জানা গেছে, যুদ্ধবিমানটি ছিল মিগ ২১ গোত্রের। সেটি পাঞ্জাবের পাঠানকোট এয়ারবেস থেকে রুটিন মাফিক উড়েছিল। বেলা প্রায় দেড়টা নাগাদ ধর্মশালার কাছাকাছি পাট্টা জাতিয়ান গ্রামে ভেঙে পড়ে সেটি। কাঙ্গরার পুলিশ সুপার সন্তোষ পাতিয়াল জানান, মাটিতে পড়েই আগুন লেগে যায় বিমানটিতে। একাধিক জায়গায় ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে। এই নিয়ে গত কয়েকমাসের মধ্যে প্রায় ৫টি বিমান দুর্ঘটনার কথা জানা গেছে। তারমধ্যে একটি ছিল চার্টার্ড প্লেন যেটি মুম্বইয়ের বহুতলের পাশে ভেঙ্গে পড়েছিল। বাকি ৪টি ছিল বায়ুসেনার। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। পাঠানো হয়েছে বায়ুসেনার হেলিকপ্টারও। কী কারণে দুর্ঘটনা ঘটেছে, জানতে তদন্ত শুরু হয়েছে।
Be the first to comment