প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর ভারত, শুরু হয়েছে হড়পা বান

Spread the love
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত পুরো উত্তর ভারত। বৃষ্টির ফলে শুরু হয়েছে হড়পা বান।  ধস নামছে নানা এলাকায়। পঞ্জাব, হিমাচল প্রদেশ ও  জম্মু-কাশ্মীরে দুর্যোগে মারা গিয়েছেন ২২ জন। আরও প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কায় সংশ্লিষ্ট রাজ্যগুলিতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট।
উত্তর ভারতে প্রতিটি নদীর জলই বইছে বিপদসীমার ওপর দিয়ে।  পঙ বাঁধে সঞ্চিত জলের স্তর পৌঁছে গিয়েছে বিপদসীমার কাছাকাছি। ভাকরা-বিয়াস ম্যানেজমেন্ট বোর্ডের তরফে জানানো হয়েছে, সোমবার গভীর রাতে বাঁধ থেকে ৪৯ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। রবিবার রাতে শতদ্রু নদীর ওপরে বাঁধ থেকে এক লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে।
পঞ্জাব সরকার মিলিটারিকে জানিয়েছে, যে কোনও সময় ত্রাণের কাজে তাদের প্রয়োজন হতে পারে।
হরিয়ানায় যমুনা নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। সোমবার সন্ধ্যা আটটার সময় যমুনানগর জেলার হাথনিকুন্ড বাঁধ থেকে ২ লক্ষ ১৬ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে।
হিমাচল প্রদেশ ও পঞ্জাবে আটজন করে মারা গিয়েছেন। জলন্ধরে আট বছরের এক শিশুকন্যা খালে পড়ে মারা গিয়েছে। অমৃতসরে এক ব্যক্তির গাড়ি নালায় পরে গেলে তিনি ও তাঁর ১২ বছরের ছেলের মৃত্যু হয়।  কাপুরথালা ও নাওয়ানশাহির অঞ্চলে বাড়ির চাদ ধসে পাঁচ জনের মৃত্যুর খবর এসেছে।
হিমাচল প্রদেশে বিতস্তা নদীতে একটি গাড়ি পড়ে গেলে তিনজন মারা যান। জম্মু-কাশ্মীরের ডোডা জেলায় একটি মাটির বাড়ির ওপরে ধস নামায় একই পরিবারের পাঁচজন মারা গিয়েছেন।
পুরো উত্তর ভারতে এখন রেল ও সড়কপথে যোগাযোগ বিঘ্নিত হচ্ছে। তুলো, বাজরা, ঢাবি ও মুগ চাষের ১৫ থেকে ২০ শতাংশ নষ্ট হয়ে গিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*