বিপদসীমার উপর দিয়ে বইছে যমুনা নদী। দিল্লিতে জারি হয়েছে সতর্কতা। গত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টিপাত হচ্ছে হিমাচল প্রদেশে। দেখা দিয়েছে ধস এবং হড়পা বানও। কেবল হিমাচল নয় প্রবল বৃষ্টিপাতের কবলে পড়েছে জম্মু এবং কাশ্মীরের বিস্তীর্ণ অংশও। তালিকায় রয়েছে পাঞ্জাব এবং হরিয়ানাও।
অতিরিক্ত বৃষ্টিপাতের ফলেই হরিয়ানার হাথিনী কুণ্ড জলাধার থেকে বৃহস্পতিবার জল ছাড়া হয়েছে। আর এর ফলেই জলের পরিমাণ বৃদ্ধি পেয়েছে যমুনা নদীতে। বিপদসীমার উপর দিয়ে বইছে এই নদী। দিল্লিতে জারি হয়েছে বন্যা সতর্কতা। সতর্কতা জারি হয়েছে যমুনা নদীর তীরবর্তী অঞ্চলেও।
ইতিমধ্যেই নিচু এলাকা থেকে কমপক্ষে ৬০০ জন মানুষকে সরানো হয়েছে নিরাপদ স্থানে। যমুনা নদীর জল বাড়তে থাকায় নিচু এলাকাগুলির জন্য নৌকাও প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। কয়েক সপ্তাহ আগেই উত্তর ভারতে ভারী বৃষ্টির ফলে যমুনা নদীর জল স্বাভাবিক মাত্রা অতিক্রম করেছিল। তৈরি হয়েছিল বন্যা পরিস্থিতি। সেই রেশ কাটার আগেই ফের বন্যা সতর্কতা জারি হলো রাজধানীতে।
Be the first to comment