হিমালয়ে আসতে চলেছে ভয়ঙ্কর ভূমিকম্প

Spread the love

হিমালয়ে ভয়ঙ্কর ভূমিকম্প আসছে। বিজ্ঞানীদের এই আশঙ্কা আরও দৃঢ় হয়েছে ভারতীয় বিজ্ঞানীদের সাম্প্রতিকতম সমীক্ষায়। বেঙ্গালুরুর জওহরলাল নেহরু সেন্টার ফর অ্যাডভান্সড সায়েন্টিফিক রিসার্চের বিজ্ঞানী সি পি রাজেন্দ্রন জানাচ্ছেন, অদূর ভবিষ্যতে মধ্য হিমালয়ে ৮.৫ বা তার থেকেও বেশি শক্তির ভূকম্প হতে পারে। হিমালয়ের ভূতলে অস্থিরতা মাপতে দুটি নতুন জায়গা, উত্তর নেপালের মোহানা খোলা এবং ভারতের সীমান্তের কাছে চোরগলিয়ায় পর্যবেক্ষণ চালিয়েছেন।

গবেষকরা ভূতাত্তবিক সর্বেক্ষণের মানচিত্র ছাড়াও গুগল আর্থ এবং ইসরোর উপগ্রহ চিত্রও ব্যবহার করেছেন। তাঁরা বলছেন, ১৩১৫ থেকে ১৪৪০ সালের মধ্যে মধ্য হিমালয়ের প্রায় ৬০০ কিলোমিটার জায়গা গড়ে ১৫ মিটার ক্ষয়ে গিয়েছে। তাই মারাত্মক ভূমিকম্প অনিবার্য। গত ৬০০ থেকে ৭০০ বছর মাটির নীচের অস্থিরতা একই রয়েছে। ফলে ওই এলাকায় চাপ তৈরি হয়েছে। ওই এলাকায় জনসংখ্যা বাড়ার পাশাপাশি বেড়েছে গরবাড়ি, অথচ ভূকম্পের মোকাবিলার জন্য সেখানে প্রয়োজনীয় প্রস্তুতি নেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*