মুম্বই পুলিশের প্রাক্তন এটিএস প্রধান হিমাংশু রায় শুক্রবার নিজের সার্ভিস রিভলভারের গুলিতে আত্মঘাতী হলেন। মুম্বই পুলিশের অতিরিক্ত ডিরেক্টর পদে কাজ কর্মরত ছিলেন তিনি। নিজের বাড়িতেই সার্ভিস রিভলভার দিয়ে গুলি করেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
যদিও পুলিশ বিভাগের তরফে জানানো হয়েছে যে হিমাংশু রায় ক্যানসারে আক্রান্ত ছিলেন ও বেশ কিছুদিন ছুটিতে ছিলেন।মুম্বইয়ের সন্ত্রাসদমন শাখার অফিসার হিসাবে বহু বড় মামলার নিষ্পত্তি করেছেন তিনি।প্রসঙ্গত, ২০১৩ সালের আইপিএল স্পট ফিক্সিং মামলায় তিনি তদন্ত করেছেন। এছাড়াও দাউদ ইব্রাহিমকে নিয়ে মামলা, ইকবাল কাসকরকে নিয়ে মামলা, সাংবাদিক জে দে খুনের মামলা, বিজয় পালান্ডে মামলা, লয়লা খান জোড়া খুন মামলার মতো গুরুত্বপূর্ণ মামলা কড়া হাতে সামলেছেন হিমাংশু রায়।
Be the first to comment