রোজদিন ডেস্ক :- রাজ্যে গোমাংস নিষিদ্ধ করল অসম সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
অসমের মুখ্যমন্ত্রী জানান, অসমের কোনও রেস্তোরাঁ বা হোটেলে আজ থেকে গোমাংস পরিবেশন করতে পারবে না। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী জনসমক্ষে বা সামাজিক অনুষ্ঠানেও গোমাংস খাওয়া যাবে না। এদিন অসমের মুখ্যমন্ত্রী বলেন, “আমরা অসম গবাদি পশু সংরক্ষণ আইন ২০২১-এর উপর বিশদ আলোচনা করেছি। এটি শক্তিশালী আইন। কিন্তু সেই আইনে জনসাধারণের ভক্ষণের বিষয়টি উল্লেখ করা হয়নি। আজকের মন্ত্রিসভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, অসমের কোনও হোটেল বা রেস্তোরাঁয় গোমাংস দেওয়া যাবে না। সাংস্কৃতিক বা ধর্মীয় সভার মতো সামাজিক সভাগুলিতেও গোমাংস খাওয়া নিষিদ্ধ৷”
এদিন হিমন্ত আরও বলেন,”আমরা এই আইনে নতুন বিধানগুলি যুক্ত করছি। আমরা বিশ্বাস করি, এটি গবাদি পশু সংরক্ষণের ইচ্ছেকেও শক্তিশালী করবে। অসম গবাদি পশু সংরক্ষণ আইন ২০২১ অনুসারে, হিন্দু-জৈন-শিখদের উপাসনালয়ের পাঁচ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে গবাদি পশু কাটা ও গোমাংস বিক্রি করে নিষিদ্ধ করে।”
সম্প্রতি, কংগ্রেস নেতা ও ধুবড়ির সাংসদ রকিবুল হুসেন অভিযোগ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাগুড়ির অধীনস্ত এলাকার সংখ্যালঘু ভোটারদের আকৃষ্ট করতে গোমাংস পার্টির আয়োজন করেছেন।
কংগ্রেস নেতার বক্তব্য প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “ভূপেন বোরা এবং রাকিবুল হুসেন-সহ কংগ্রেস নেতারা অসমে গোমাংস খাওয়া নিয়ে খুব উদ্বিগ্ন ছিলেন। আমি আশা করি তাঁরা আগের আইনে এই নতুন নিষেধাজ্ঞাগুলি অন্তর্ভূক্ত করতে আমাদের সহযোগিতা করবেন।”
Be the first to comment