রেড রোডে হনুমান জয়ন্তীর কর্মসূচিতে না হাইকোর্টের, নির্দেশকে চ্যালেঞ্জ করে ফের আবেদন হিন্দু সেবা দলের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- রেড রোডে হনুমান জয়ন্তীর কর্মসূচির অনুমতি খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই নির্দেশ দেন। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হিন্দু সেবা দল। মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে তাঁদের। শুক্রবারই শুনানির সম্ভাবনা।
আগামী ১২ এপ্রিল হনুমানজয়ন্তী উপলক্ষে বেলা ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রেড রোডে মিছিল করার কর্মসূচি নিয়েছে বিজেপি। কিন্তু অভিযোগ, যানজটের কারণ দেখিয়ে মিছিলে অনুমতি দেয়নি পুলিশ। এর পরেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় তারা। তাদের যুক্তি, ওখানে সারা বছর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয়। অথচ তাঁদের মাত্র তিন ঘণ্টার মিছিলে অনুমতি দেওয়া হচ্ছে না কেন?
এ বিষয়ে শুক্রবার আদালতে বিচারপতি ঘোষ জানান, মিছিলের অনুমতি দেওয়া যাবে না। মূলত যানজটের আশঙ্কাতেই ওই এলাকায় মিছিল করা যাবে না। পাশাপাশি, আদালতের আরও পর্যবেক্ষণ, অন্য ধর্মের লোককে ওই জায়গায় অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয় বলেই হনুমানজয়ন্তীতেও দিতে হবে, তার কোনও যুক্তি নেই। ওই এলাকায় ইদের নামাজ বহু বছর ধরে হয়ে আসছে। খিলাফত আন্দোলনের পর থেকেই ওখানে চলে আসছে শতবর্ষপ্রাচীন এই ধর্মীয় অনুষ্ঠান। এ ছাড়া, রাজ্য সরকারের উদ্যোগে ওখানে প্রতি বছর কার্নিভাল হয়। অথচ, হনুমানজয়ন্তীর অনুষ্ঠান তো আগে কখনও হয়নি। তাই ওখানে মিছিলের অনুমতি দেওয়া যাবে না। বিচারপতি ঘোষ বলেন, ‘‘১০০ বছর ধরে ওখানে ইদের অনুষ্ঠান হয়ে আসছে। আপনারা আপনাদের তেমন ইতিহাস দেখান!’’ এর পরেই সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে বিজেপি। মামলা দায়ের করার অনুমতিও পায় তারা। আজ এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। বলে রাখা ভালো, এর আগে শুক্রবার শুভেন্দু অধিকারীকে হনুমান জয়ন্তী পালনের অনুমতি দেয় হাই কোর্ট। তবে বেশ কয়েকটি শর্ত বেঁধে দেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*