প্রয়াত প্রধানমন্ত্রীর মা হীরাবেন! টুইটে জানালেন মোদি, শোকপ্রকাশ মমতার

Spread the love

প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন। বয়স হয়েছিল ১০০ বছর। তাঁর প্রয়াণের খবর নিজেই টুইট করে জানিয়েছেন মোদি।

শুক্রবার টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘সুন্দর একটি শতাব্দী শেষে ভগবানের চরণে বিশ্রাম নিতে গিয়েছেন মা। মায়ের মধ্যে সবসময় আমি ত্রিমূর্তি দেখতে পেয়েছি। যার মধ্যে ছিল এক জন সাধুর যাত্রা, একজন কর্মযোগীর প্রতীক এবং মূল্যবোধের প্রতি দায়বদ্ধতা। এ ভাবেই তিনি জীবন কাটিয়ে দিয়েছেন।’
অন্য একটি টুইটে মোদি লেখেন, ‘শততম জন্মদিনে যখন মায়ের সঙ্গে দেখা করেছিলাম তখন তিনি বলেছিলেন, ‘কাজ করো বুদ্ধি দিয়ে এবং জীবন যাপন করো শুদ্ধ ভাবে।’
প্রসঙ্গত, গত মঙ্গলবার আচমকাই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা।

যদিও কী কারণে অসুস্থ ছিলেন তা হাসপাতালের তরফ থেকে জানানো হয়নি। হাসপাতালে ভর্তির সঙ্গে সঙ্গেই তাঁর সঙ্গে দেখা করতে আহমেদাবাদে যান প্রধানমন্ত্রী। এরপর শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন মোদি মা। ইতিমধ্যেই আহমেদাবাদে পৌঁছেছেন মোদি।

এদিকে প্রধানমন্ত্রীর মায়ের মৃত্যুর খবর পেয়ে শোকপ্রকাশ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গ সরকার
তথ্য ও সংস্কৃতি বিভাগ
নবান্ন
৩২৫, শরৎ চ্যাটার্জি রোড
হাওড়া- ৭১১১০২

স্মারক সংখ্যা:
২৪৩/আইসিএ/ এনবি
তারিখ: ৩০/১২/২০২২

মুখ্যমন্ত্রীর শোকবার্তা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা শ্রদ্ধেয়া হীরাবেন মোদির প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ ভোরে আমেদাবাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ১০০ বছর।

শতায়ু হীরাবেন দেবী ছিলেন ভালোবাসা, ধৈর্য ও আস্থার প্রতীক। তিনি শিশুদের অত্যন্ত স্নেহ করতেন।

আমি শোকসন্তপ্ত নরেন্দ্র মোদিজি কে আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

মমতা বন্দ্যোপাধ্যায়

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*