বুধবার গিয়েছিলেন যশ দাশগুপ্ত। বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিলেন হিরণ চট্টোপাধ্যায়। হিরণের রাজনীতির অভিজ্ঞতা আছে গত বেশ কয়েকবছরের। লক্ষ্মীবারে নামখানার শাহী সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে পদ্ম পতাকা হাতে তুলে নেন হিরণ।
বস্তুত, টলিউডের এই অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল যুব কংগ্রেসের পদাধিকারীও ছিলেন বটে। বিজেপি-তে যোগ দেওয়ার আগে হিরণ বলেছেন, আমার একটাই লক্ষ্য। বাংলা থেকে যে ভাবে হোক, অলক্ষ্ণীকে দূর করতে হবে। অলক্ষ্মী দূর না করলে আমাদের এই পশ্চিমবাংলায় লক্ষ্মী কখনও আসবে না। আর লক্ষ্মী না এলে বাংলায় কোনও আর্থ-সামাজিক বা বা পরিকাঠামো উন্নয়ন হবে না। শুধুমাত্র ভোটের আগে মানুষকে পাঁচ টাকায় ডিম-ভাত খাইয়ে আর বোকা বানানো যাবে না।
Be the first to comment