খড়গপুর সদর থেকে লড়বেন বিজেপির তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়, বড়জোড়ায় প্রার্থী সুপ্রিতী

Spread the love

দিলীপ ঘোষের খাসতালুকে এবার তারকা প্রার্থী। সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া অভিনেতা হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণকে খড়গপুর সদর থেকে প্রার্থী করল বিজেপি। প্রথম দফার নির্বাচনে অশোক দিন্দা পর আরেকজন তারকার নাম সামনে এল। তবে দিলীপ ঘোষকে দাঁড় না করানো নিয়ে দলের একটা অংশ অসন্তুষ্ট বলেও শোনা যাচ্ছে। যদিও সে কথা মানতে নারাজ বিজেপি। দিলীপ ছাড়া আরও কয়েকজন বিজেপি নেতার নামও শোনা যাচ্ছিল এই কেন্দ্রের প্রার্থী হিসাবে।

তবে সব জল্পনার অবসান করে তারকা প্রার্থী করা হল খড়গপুর সদরে। ভোটের প্রচারে সব দলের পক্ষ থেকেই টলিউড, বলিউডের কলাকুশলীদের খড়গপুরে আনা হয়। এক ধাপ এগিয়ে বিজেপি এই কেন্দ্রে তারকা প্রার্থীই দিল।

রাজনৈতিক মহলের ধারণা, বিধানসভা উপ-নির্বাচনে ওই কেন্দ্রে ঘুরে দাঁড়ানো তৃণমূলকে চাপ দিতেই এই কৌশল। হিরণের সম্মুখ সমরে খড়গপুরের তৃণমূল প্রার্থী ‘ঘরের ছেলে’ প্রদীপ সরকার।

গত ১৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে পদ্ম পতাকা হাতে তুলে নেন হিরণ। তৃণমূলের যুব সহ সভাপতি পদে ছিলেন এই টলি তারকা। যোগদানের পর হিরণ বলেছিলন,’সাধারণ মানুষ যা চাইছেন, সেটাও তো ভাবতে হবে।

গত লোকসভা নির্বাচনে খড়্গপুর শহরে ৫০ হাজার লিড পেয়েছিল পদ্ম-শিবির। তবে বিধানসভা উপ-নির্বাচনে সেখানে ঘুরে দাঁড়ায় তৃণমূল। প্রদীপ সরকার জয়ী হন ২১ হাজার ভোটে। এবারও দাঁড়িয়েছেন প্রদীপবাবু। গত লোকসভা নির্বাচনে সরে গিয়েছিলেন হিন্দিভাষী ভোটাররা। মিশ্র ভাষাভাষির শহর খড়গপুর। ২০১৯ সালের বিধানসভা উপ-নির্বাচনের ফল ধরে রেখে আরও এগিয়ে যেতে রণকৌশল সাজাচ্ছে তৃণমূল। তবে বিজেপি প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে অনেক ভাবনা চিন্তা করে এগনো হয়েছে বলেই খবর। কারণ, লড়াই সহজ নয়। অন্যদিকে বড়জোড়া আসনটিতে প্রার্থী করা হয়েছে, সুপ্রিতী চট্টোপাধ্যায়কে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*