একুশের ইতিহাস; রোজদিন এক্সক্লুসিভ

Spread the love

১৯৯৩ সালের ২১শে জুলাই ১৩ জন রাজনৈতিক কর্মী পুলিশের গুলিতে প্রাণহারান কলকাতায়।তৎকালীন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দেন মহাকরণ অভিযানের। দাবী ছিল নির্বাচনে স্বচ্ছতা আনতে ভোটের জন্য সচিত্র পরিচয়পত্রের। অর্থাৎ “নো ভোটার কার্ড নো ভোট।”

দলের কর্মীরা কলকাতার পাঁচটি অঞ্চলে জমায়েত হন ওই দিন। তারা সকলে ব্রেবোর্ণ রোড ধরে এগোতে শুরু করেন মহাকরণের উদ্দেশে। এক বিশাল পুলিশবাহিনী তাঁদের পথরোধ করে দাঁড়ায় টি বোর্ডের অফিসের কাছে; মহাকরণ থেকে ঢিলছোঁড়া দূরত্বে। এবার নেমে আসে লাঠির আঘাত।

পুলিশ এবার ছোঁড়ে কয়েক শেল কাঁদানে গ্যাস, কিন্তু, তারপরও যুব কর্মীরা এগোতে থাকেন। মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। কিন্তু, এরপর নেমে আসে পুলিশের মার বাদ পড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়ও।

তারপরই ঐ অঞ্চলটি কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। মানুষ কার্জন পার্ক পেরিয়ে দৌড়াতে শুরু করেন; এবার পুলিশ গুলি চালানো শুরু করে, মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়েন অসংখ্য মানুষ। প্রাণ হারান ১৩ জন সমর্থক ও আহত হন শতাধিক।

সেই থেকে প্রতি বছর ওই দিনটিতে শহীদদের স্মৃতিতে সমাবেশের আয়োজন করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*