মঙ্গলবার ভোররাতে নিরাপত্তা রক্ষীদের গুলিতে নিহত হয় দুই হিজবুল জঙ্গি । পরে জানা যায়, তাদের একজন প্রাক্তন সেনা জওয়ান । জঙ্গি দলে যোগ দেবে বলে আর্মি ছেড়ে পালিয়েছিল ।
নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে সেনাবাহিনী ভোর হওয়ার আগেই জাইনাপুরা অঞ্চল ঘিরে তল্লাশি শুরু করে । তখন জঙ্গিরা গোপন আস্তানা থেকে গুলি চালায়। সেনাবাহিনীও পাল্টা জবাব দেয় । শুরু হয় গুলির লড়াই । শেষকালে নিহত হয় দুই জঙ্গি ।
পুলিশ জানিয়েছে, এই অভিযানে কোনও নিরীহ মানুষের ক্ষয়ক্ষতি হয়নি।
পরে নিহত প্রাক্তন সেনা জওয়ানকে শনাক্ত করা হয় । তার নাম ছিল ইদ্রিস সুলতান । বাড়ি শোপিয়ানে । বয়স কুড়ির কোঠার শুরুর দিকে । সে গত এপ্রিলে কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রি রেজিমেন্ট থেওকে পালিয়ে জঙ্গিদের দলে যোগ দেয় । এদিন অপর যে জঙ্গি মারা পড়েছে, তার নাম আমির হুসেন। সেও শোপিয়ানের বাসিন্দা ছিল ।
Be the first to comment