ভারতের জাতীয় পতাকা থেকে বেমালুম উধাও অশোকচক্র। আর যতক্ষণে ভুলটি ধরা পড়েছে, তখন আর শোধরানোরও সুযোগ ছিল না। এমনটাই মারাত্মক ভুল করেছে মহিলাদের হকি বিশ্বকাপের নিয়ামক সংস্থা। জানা গেছে, শনিবার থেকে লন্ডনে শুরু হতে চলেছে এইআইএইচ মহিলা বিশ্বকাপ ২০১৮। মোট ১৬ দেশ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। যার মধ্যে রয়েছে ভারতও। সেই উপলক্ষে টেমস নদীর ধারে চলছিল ফটোসেশন। জাতীয় পতাকার পাশে দাঁড়িয়ে ফটো তুলছিলেন বিভিন্ন দেশের অধিনায়করা। সেইমতো ভারত অধিনায়ক রানি রামপালও যোগ দিয়েছিলেন ফটোসেশনে। তখনই ভুলটি নজরে আসে সবার। যদিও কোনও উপায়ান্তর না থাকায়, শেষপর্যন্ত অশোকচক্রবিহীন পতাকার সঙ্গেই ছবি তুলতে হয়। আরও দুশ্চিন্তার বিষয় হল, স্টেডিয়ামের ভিতরের বা অন্যান্য যেসব জায়গায় ভারতের পতাকা রয়েছে, সেখানেও এধরনের ভুলের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
Be the first to comment