দোলের দিনে করা যাবে না প্রকাশ্য জমায়েত, রাজ্যকে চিঠিতে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক

Spread the love

করোনার দ্বিতীয় ঢেউয়ে ফের টালমাটাল রাজ্য তথা গোটা দেশ। গত বছরের সেই ভয়াবহ স্মৃতি যেন উস্কে দিচ্ছে ক্ষুদ্রাতিক্ষুদ্র এই ভাইরাস। ফের নতুন করে করোনার সংক্রমণ ছড়াচ্ছে হু হু করে।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৪৬২ জন । গোটা দেশে গত ১ দিনে করোনা আক্রান্তের সংখ্যা ৪৭,২৬২ । তার মধ্যে শুধুমাত্র মুম্বইয়েই ৫,১৮৫ । এই কঠিন সময়ের মধ্যেই আবার পাঁচ রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন । ফলে মারাত্মকভাবে লঙ্ঘিত হচ্ছে স্বাস্থ্যবিধি । বিশেষজ্ঞদের মতে হঠাৎ করোনা এই হারে বেড়ে যাওয়ার অন্যতম কারণ সেটাও ।

আর সেই কারণেই দিল্লি সরকারের অনুকরণে দোল-হোলি, সবে-বরাত, বিহু, ইস্টার ও ইদ উপলক্ষে প্রকাশ্যে জনসমাগমে নিষেধ করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক । রাজ্যের মুখ্যসচিবকে পাঠানো একটি চিঠিতে এই নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওযা হয়েছে ।

গতকাল বেকরিওয়াল সরকার নির্দেশ দেয়, যে হারে করোনা সংক্রমণ বাড়ছে তাতে রাস্তায় নেমে প্রকাশ্যে উৎসব করা যাবে না । জনসমাগম হলে ফের বৃদ্ধি পাবে সংক্রমণ । দিল্লি সরকারের পদক্ষেপের প্রশংসা করে বুধবার স্বাস্থ্য মন্ত্রকের সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ বলেন, সমস্ত রাজ্যের উচিত দিল্লির মতো পদক্ষেপ গ্রহণ করা ।

রাজ্য প্রশাসনকে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, স্থানীয়ভাবে জনসমাগমে নিয়ন্ত্রণ ও প্রয়োজনে নিষেধাজ্ঞা জারি করার নির্দেশ দেওয়া হয়েছে। সেটা না হলে এতদিন পর্যন্ত করোনা নিয়ন্ত্রণে যে পরিমাণ সাফল্য পাওয়া গিয়েছে তা ধূলিস্যাৎ হয়ে যেতে পারে ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*