ফের নাইট কার্ফু শিথিলের পখে হাঁটল রাজ্য সরকার। হোলি উৎসব উপলক্ষে এই শিথিলতার কথা ঘোষণা করে রাজ্য। উল্লেখ্য, করোনাকে নিয়ন্ত্রণে আনতে কোভিড বিধি লাগু করার পাশাপাশি নাইট কার্ফু জারি করা হয়েছিল।
রাজ্য সরকারের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৭ মার্চ রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কার্ফু উঠে যাচ্ছে। অর্থাৎ এই সময়ের মধ্যে সাধারণ মানুষ ও পণ্যবাহী গাড়ি যাতায়াতের জন্য কোনও নিষেধাজ্ঞা থাকছে না। আগামী ১৮ মার্চ দোল পূর্ণিমা। তার আগের দিন রাতে উৎসবের কথা মাথায় রেখে এই রাত্রীকালীন নিষেধাজ্ঞা শিথিল করার পথে হাঁটল সরকার।
এর আগে গত বছর দুর্গাপুজোর সময়ে ৪ দিন এই একইরকমভাবে নাইট কার্ফু তুলে নেওয়া হয়েছিল। করোনা দেশে তথা রাজ্যে অনেকটাই নিয়ন্ত্রণে। সংরক্ষণের হার অনেকটাই কমে এসেছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি রাজ্য সরকারের জারি করা নির্দেশিকায় রাজ্যে বিধিনিষেধের সময়সীমা আরও কিছুটা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ১৫ মার্চ পর্যন্ত করোনায় বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হয়। তবে তখন রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কার্ফু জারি থাকার বিষয়টি বহাল রাখা হয়েছিল।
Be the first to comment