এ বার যৌন হেনস্থার অভিযোগ উঠল দুই সিনিয়র হোম গার্ডের বিরুদ্ধে। তাঁদের বিরুদ্ধে এই অভিযোগ আনলেন ২৫ জন মহিলা হোম গার্ড। ঘটনাটি গুজরাটের সুরাট শহরের। শুক্রবার ২৫ জন মহিলা হোম গার্ড শহরের পুলিশ কমিশনার সতীশ শর্মার কাছে লিখিত অভিযোগ জানান। অভিযোগে তাঁরা বলেন, দুই সিনিয়র হোম গার্ড তাঁদের শারীরিক, মানসিক ও আর্থিক দিক দিয়ে হেনস্থা করেছেন।
চার পাতার লিখিত বয়ানে সব কিছুর উল্লেখ করেছেন তাঁরা। পুলিশ সূত্রে খবর, বয়ানে তাঁরা লিখেছেন, পছন্দের জায়গায় বদলি করার জন্য তাঁদের কাছে টাকা চাইতেন ওই দুই সিনিয়র হোম গার্ড। টাকা না পেলে তাঁদের খারাপ জায়গায় বদলি করে হেনস্থা করা হতো। কখনও কখনও পোশাক ঠিক করার অছিলায় তাঁদের গায়ে হাত দিতেন তাঁরা বলে অভিযোগ করা হয়েছে। এমনকী তাঁদের ওই সিনিয়র হোম গার্ডদের বাড়ির কাজ করার জন্যও বাধ্য করা হতো বলে অভিযোগ।
পুলিশ কমিশনার ছাড়াও অভিযোগ করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি ও স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী প্রদীপ সিং জাদেজা’র কাছে। সুরাটের পুলিশ কমিশনার সতীশ শর্মা জানিয়েছেন, একটি স্থানীয় তদন্ত কমিটি গঠন করে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, হোমগার্ড পুলিশের মধ্যে পড়ে না। তাই পুলিশের অভ্যন্তরীন কমিটি দিয়ে এই তদন্ত করা সম্ভব নয়। তাই জন্যই একটি স্থানীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাঁরাই পুরো অভিযোগ খতিয়ে দেখছেন।
Be the first to comment