যে ভাবে বিজেপি সরকারি এই হরিয়ানাকে চালাচ্ছে, সবাই জানেন৷ মানুষ তার জবাব দিয়ে দিয়েছে ৷ হরিয়ানায় বিজেপির ভরাডুবি ৷ এ বার সময় এসেছে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে হরিয়ানায় একটি স্থায়ী সরকার গড়ার ৷ বৃহস্পতিবার একথাই বললেন হরিয়ানার কংগ্রেস নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা ৷
উল্লেখ্য, হরিয়ানায় বিজেপিকে কড়া টক্কর দিচ্ছে কংগ্রেস৷ অন্যদিকে জেজেপি ও ১২টি আসন পেয়ে নির্ণায়কের ভূমিকায় যাচ্ছে ৷ এহেন অবস্থায়, হরিয়ানা ত্রিশঙ্কুর পথে ৷ সে ক্ষেত্রে কোনও দলই সংখ্যাগরিষ্ঠ না হওয়ায়, জেজেপি-র সমর্থন লাগবেই৷ সমর্থন দরকার হতে পারে নির্দল প্রার্থীদেরও৷ এ হেন অবস্থায় বিজেপি ও কংগ্রেস, দু দলই চেষ্টা করছে জেজেপি ও নির্দলদের সমর্থন আগে ভাগে নিয়ে রাখার চেষ্টা শুরু করে দিয়েছে ৷
ভূপিন্দর সিং হুডার কথায়, বিজেপি কী ভাবে সরকার চালিয়েছে, মানুষ দেখেছে ৷ তারই প্রতিফলন এই ফল ৷ কংগ্রেস, জেজেপি ও নির্দল মিলে হরিয়ানায় একটি স্থায়ী ও শক্তিশালী সরকার গড়ার সময় এসে গিয়েছে ৷
Be the first to comment