রিপোর্টার- (সুভাষ মজুমদার)
বৃহস্পতিবার হুগলী জেলা পরিষদ ভবনে ২৮ জন কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা জানানো হলো । জেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আলিম, ফাজিল ও মাদ্রাসা বোর্ডের কৃতিদের ফুলের তোড়া, মেমেন্টো, বই ছাড়াও বেশ কিছু সামগ্রী হাতে তুলে দেওয়া হয় এবং পড়াশোনায় যাতে কোনরকমভাবে আর্থিক দিক থেকে পিছিয়ে না যায় সেই সব কৃতি ছাত্রছাত্রীদের পাশে দাড়ানোর আবেদন জানান কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী তপন দাশগুপ্ত।
এছাড়াও আজকের সভায় উপস্থিত ছিলেন হুগলী জেলা পরিষদের বিদায়ি সভাধিপতি আলহাজ্ব সেখ মেহেবুব রহমান , জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন শ্রাবণী ধর , সিঙ্গুরের বিধায়ক তথা মাস্টারমশাই নামে খ্যাত রবীন্দ্রনাথ ভট্টাচার্য , জেলা পরিষদের বিদায়ী শিক্ষার কর্মাধক্ষ সাহিনা সুলতানা, জেলা পরিষদের পূর্তের বিদায়ী কর্মাধক্ষ ও শিক্ষক নেতা মনোজ চক্রবর্তী ও জেলা পরিষদের সদস্য সমীরণ মিত্র , তারাপদ বাগ ছাড়াও জেলা পরিষদের সদস্য সদস্যা বৃন্দরা।
Be the first to comment