কালীপুজোর রাতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪ ও আশঙ্কাজনক অবস্থায় ১ জন

Spread the love

রোজদিন ডেস্ক :-  কালীপুজোর রাতে পৃথক পথ দুর্ঘটনার বলি হলেন ৫ জন ! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের নাদনঘাট থানা এলাকায় । নাদনঘাট থানা এলাকায় হওয়া দুর্ঘটনায় মৃতরা হলেন আবদুল সেলিম মোল্লা, নামাজ আলি মণ্ডল, আবু বক্কর সিদ্দিকি মণ্ডল ও আরিফ শেখ।

পুলিশ ও স্থানীয়দের কথায় জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত পৌনে ৯টা নাগাদ কালনা- কাটোয়া এসটিকেকে রোড ধরে একটি সবজি বোঝাই বোলেরো গাড়ি কালনা থেকে নবদ্বীপের দিকে যাচ্ছিল।ওই সময়ে একটি বাইকে চেপে আবদুল সেলিম মোল্লা,নামাজ আলি মণ্ডল, আবু বক্কর সিদ্দিকি মণ্ডল ও আরিফ শেখ নামে চার যুবক উল্টোদিক থেকে আসাছিল। কালনার দিকে যাওয়ার সময় নাদঘাট থানার হাটসিমলা মোড়ে রাস্তা পার হওয়ার সময় এক মহিলাকে ধাক্কা মেরে বাইক আরোহীরা পথের উপর ছিটকে পড়ে যায়।সেই মহুর্তেই উল্টো দিকে যাওয়া সবজি বোঝাই বোলেরো গাড়িটি নিয়ন্ত্রণ সামলাতে না পেরে বাইকে ধাক্কা মেরে বাইক আরোহীদের পিষে দেয়। রক্তাক্ত অবস্থায় ওই মহিলা ও ৪ বাইক আরোহীকে উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ৪ বাইক আরোহীকে মৃত ঘোষণা করেন ।জখম মহিলা আশঙ্কাজনক অবস্থায় কালনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মহিলার নাম পরিচয় দুর্ঘটনার রাতে জানতে পারা যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, বেপরোয়া গতী’ই এতবড় দুর্ঘটনার মূখ্য কারণ ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*