
রোজদিন ডেস্ক, কলকাতা:- দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট রেলস্টেশনে আচমকা প্রবল অগ্নিকাণ্ড, ভস্মীভূত দোকান ও আসে পাশের চত্বর। আগুন লাগার ঘটনার জেরে ডায়মন্ড হারবার শাখার ট্রেন চলাচল এখন বন্ধ করে দেওয়া হয়েছে।
ঈদের দিনই পরপর পুড়ল দোকান ঘর গুলি। আজ দুপুরে আগুন জ্বলতে দেখা যায় স্টেশন চত্বরে। আর তাতে প্লাটফর্মে থাকা একাধিক দোকান পুড়ে যায়। পরপর দোকান থাকায় আগুন ছড়িয়ে পড়ে দ্রুতগতিতে। রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছুটে যান এলাকার বাসিন্দারা।
সোমবার খুশির ঈদ পালিত হচ্ছে। তার মাঝেই এই অগ্নিকাণ্ডে বিষাদের ছায়া মগরাহাট এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচলে প্রভাব পড়েছে।
শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার রুটে ডাউন ট্রেন চলে এই স্টেশনের উপর দিয়েই। অগ্নিকাণ্ডের জেরে সেই ট্রেন চলাচল ব্যাহত। একাধিক লোকাল ট্রেন আটকে পড়েছে। পরিস্থিতি কখন স্বাভাবিক হবে, তা এখনও স্পষ্ট নয়।
আগুন লাগার কারণ এখনও স্পষ্ট হয়নি। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, যত সময় যাচ্ছে আগুন ততই ছড়িয়ে পড়ছে।
এদিনই মুর্শিদাবাদে ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে দুটি বাড়ি। মুর্শিদাবাদের সাগরপাড়া থানার সাহেবনগর হাই স্কুল সংলগ্ন এলাকার ঘটনা। এদিন খুশির ঈদে ছোট শিশুরা পটকা নিয়ে ফাটাচ্ছিল, সেখান থেকেই নিমেষে আগুন ছড়িয়ে পড়ে। বাড়ির কৃষিজ ফসল,সরকারি নথিপত্র ও নগদ টাকাও পুড়ে ছাই হয়ে গিয়েছে।
Be the first to comment