
রোজদিন ডেস্ক, কলকাতা:- কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। পাথুরিয়াঘাটা স্ট্রিটে কাপড়ের গুদামে আগুন। ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় দু’জনের। এই ঘটনায় জখম আরও একজন। তাঁকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। আপাতত আগুন নিয়ন্ত্রণে। ওই গুদামে চলছে কুলিং প্রসেস। কীভাবে ওই কাপড়ের গুদামে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। দমকল তা খতিয়ে দেখছে।
রবিবার গভীর রাতে উত্তর কলকাতার জোড়াবাগান থানা এলাকার ৬৫ নম্বর পাথুরিয়াঘাটা স্ট্রিটের ওই কাপড়ের গুদামে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুন ছড়িয়ে পড়ে হু হু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১০টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে তা নিয়ন্ত্রণে আনতে বেশ খানিকটা সময় লেগে যায়। তার ফলে প্রায় পুড়ে ছাই কাপড়ের গুদাম।
অন্যদিকে, ওই গুদামের পাশেই একটি ঘরে ছিলেন মোট ৫ জন। তাঁদের মধ্যে তিনজনকে রাতেই উদ্ধার করা হয়। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাঁদের। তবে ওই গুদামে থাকা আরও দু’জনকে উদ্ধার করা সম্ভব হয়নি। সোমবার সকালে অচৈতন্য অবস্থায় দু’জনকে উদ্ধার করা হয়। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে দু’জনের। জানা গিয়েছে, মৃতেরা হলেন কিষাণলাল উপাধ্যায় এবং সুনীল শাস্ত্রী। তাঁরা দু’জনেই ভিনরাজ্যের বাসিন্দা। সেবাইতের কাজ করতেন। তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। কীভাবে ওই কাপড়ের গুদামে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
Be the first to comment