
রোজদিন ডেস্ক, কলকাতা:- আবারও এক নৃশংস হত্যার সাক্ষী হলো মহানগরী। রাজারহাটে বৈদিক ভিলেজের কাছেই একটি আবাসনে ছুরি দিয়ে নিজের মাকে খুন করলো ছেলে। অভিযুক্তকে গ্রেফতার করেছে রাজারহাট থানার পুলিশ। এই নারকীয় ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদহের বাসিন্দা সৌমিক মজুমদার ২০২২ সালে রাজারহাটের একটি বহুতলে তার মা-বাবা ও সন্তানকে নিয়ে থাকতে আসেন।
কোভিডের সময় তাদের সংসারে নেমে আসে চরম বিপর্যয়। মহামারীকালে সৌমিকের বাবা প্রয়াত হন। তারপর থেকে মা ও ছেলে একসঙ্গেই থাকতেন। পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী হলেও চাকরি চলে যাওয়ার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন সৌমিক। প্রতিবেশীদের সূত্রে জানা যায়, ওই অবসাদের জেরেই মায়ের সঙ্গে প্রায়ই তার অশান্তি হত। পুলিশের প্রাথমিক অনুমান, সেই অশান্তির জেরেই সৌমিক তার মাকে খুন করেছে। তবে এমন ভয়াবহ কাণ্ড যে সে ঘটাতে পারে, তা কেউই আঁচ করতে পারেননি।তবে স্থানীয় বাসিন্দারা অন্য তথ্য দিচ্ছেন। তারা জানান, অভিযুক্ত সৌমিক প্রতিদিনই তাদের আবাসনের সামনের একটি চায়ের দোকানে আসত এবং প্রতিদিন একই কথা বলত – সে তার মাকে খুন করেছে। শুক্রবার সকালেও সে যথারীতি সেই চায়ের দোকানে আসে এবং একই কথা বলে। তবে এদিন তার আচরণ কিছুটা অস্বাভাবিক ছিল। সৌমিককে কাঁপতে দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। তারা সঙ্গে সঙ্গেই আবাসনের নিরাপত্তা রক্ষীকে খবর দেন। এরপরই সকলে গিয়ে দেখতে পান সেই ভয়াবহ দৃশ্য। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রাজারহাট থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে ।
Be the first to comment