করোনার জেরে বন্ধ হল আরও একটি বেসরকারি হাসপাতাল৷ তেঘরিয়ার বেসরকারি হাসপাতাল স্পন্দন৷ গোটা হাসপাতাল জীবাণুমুক্ত করার কাজ চলবে৷ তার জেরে আগামী ৫ দিন বন্ধ থাকবে এই বেসরকারি হাসপাতালটি৷ হাসপাতাল সূত্রে খবর, হাসপাতাল জীবাণুমুক্ত করা ও অন্যান্য কিছু কাজের জন্য আপাতত রোগী ভর্তি বন্ধ রাখা হয়েছে৷ বন্ধ রাখা হয়েছে জরুরী বিভাগও৷
আগামী সোমবার অর্থাৎ ১১ এপ্রিল ফের হাসপাতালের পরিষেবা চালু করা হবে৷ জানা গিয়েছে,গত কয়েকদিন ধরেই নতুন কোনও রোগীকে ভর্তি নেওয়া হচ্ছিল না ওই বেসরকারি হাসপাতালে৷ তখন থেকেই হাসপাতলটি বন্ধ হওয়ার আশঙ্কা প্রবল হচ্ছিল। অবশেষে মঙ্গলবার রাতেই গেটের বাইরে নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছে৷ সম্প্রতি পিয়ারলেস, ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এবার সেই তালিকায় যুক্ত হল উত্তর কলকাতার তেঘড়িয়া সংলগ্ন এক বেসরকারি হাসপাতাল৷ যদিও এই হাসপাতালে কর্মরত চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে কিনা তা জানা যায়নি৷ করোনার জেরে নতুন ভর্তি বন্ধ রাখা হয়েছে পার্ক সার্কাসের শিশু হাসপাতালে৷ পার্ক সার্কাসের ‘ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ’ হাসপাতালের ১৪ জন নার্সের করোনা পজিটিভ আসে৷
এরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ যদিও ‘ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ’-এর অধিকর্তা শিশু চিকিৎসক অপূর্ব ঘোষ জানিয়েছেন, ‘ আতঙ্কের কোনও কারণ নেই। আমরা সমস্তরকম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। কোনও শিশুর কোনওরকম ক্ষতি হতে আমরা দেব না।’ এর আগে একের পর এক চিকিৎসক ও নার্সের করোনা সংক্রমণের জেরে বন্ধ করে দেওয়া হয়েছে পিয়ারলেস হাসপাতাল। আপাতত কোনও রোগী ভর্তি নেওয়া হচ্ছে না সেখানে৷
Be the first to comment