বিবাহিত মহিলাকে ধর্ষণের দায়ে ২৫ বছরের জেল হলো তান্ত্রিকের

Spread the love

পেটের ব্যথা কমানোর নামে আশ্রমের মধ্যে বিবাহিত মহিলাকে দু’বার ধর্ষণ ও হুমকি দেওয়ার অপরাধে জেল হলো এক ব্যক্তির ৷ বৃহস্পতিবার স্থানীয় ফাস্ট ট্র্যাক আদালত তাকে মোট ২৫ বছরের কারাবাস ও ২৫ হাজার টাকার জরিমানার সাজা শোনায়৷ ওই টাকা অনাদায়ে আরও ২৭ মাস কারাবাস করতে হবে দোষীকে।

উল্লেখ্য, পেটের ব্যথায় বহুদিন ধরেই ভুগছিল হাতরাসের এক মহিলা৷ তান্ত্রিকের ঝাড়ফুঁকে ব্যথা ভাল হয়ে যাবে বলে বিশ্বাস ছিল তাঁর৷ গত বছর জুলাই মাসে স্বামী ও চার বছরের মেয়েকে নিয়ে নিয়ে বৃদ্ধাবনের ওই আশ্রমে যান তিনি৷ সেখানে বাবা দ্বারকাদাস ওই মহিলাকে বলেন, তাঁর শরীরে অশুভ শক্তি ভর করেছে৷ এ জন্য তাঁকে ঝাড়ফুঁক করা হবে বলেও জানানো হয়৷ রাত ১০ টার সময় ঝাড়ফুঁকের জন্য ওই মহিলাকে আশ্রমের তিন তলার একটি ঘরে নিয়ে যাওয়া হয়৷ মহিলার স্বামীকে হাতে প্রদীপ দিয়ে নীচে পাঠিয়ে দেওয়া হয়৷

এরপরেই ওই তান্ত্রিক মহিলার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ। পরে আরও একদিন একই ঘটনা ঘটে৷ কথা জানাজানি হলে পরিবারের সকলকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়৷ সে সময় চুপ করে থাকলেও বাড়ি ফিরে এসে স্বামীকে সব কথা খুলে বলেন ওই মহিলা৷ এরপরেই ধর্ষণের অভিযোগে বাবা দ্বারকাদাসের বিরুদ্ধে গত বছর ২২ জুলাই বৃন্দাবন থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*