
রোজদিন ডেস্ক, কলকাতা:- হাওড়ার লিলুয়া থানার অন্তর্গত তাঁতিপাড়ায় বুধবার গভীর রাতে একটি বাড়িতে লাগে বিধ্বংসী আগুন, আর তার পাশেই জলাশয়ের ধারে একটি গাছে ঝুলছে গৃহকর্তার দেহ। মৃতের নাম অরুণ রায়। এদিন রাতে এখানকার একটি বাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন লাগার বিকট শব্দ শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরা দেখেন, অরুণ রায়ের বাড়ি দাউ দাউ করে জ্বলছে। আগুন নেভাতে জলাশয় থেকে বালতি করে জল আনা শুরু করেন স্থানীয়রাই। প্রথমে মনে করা হয়েছিল, অরুণ রায় ওই বাড়ির ভেতরেই রয়েছেন। কিন্তু কিছুক্ষণ পর পাশের জলাশয়ের ধারে একটি গাছে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। ঘটনায় দানা বাঁধছে রহস্য।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় বাড়িটি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে অরুণ রায়ের স্ত্রী ও সন্তান ঠাকুরনগরে গিয়েছিলেন।
কি করে বাড়িতে আগুন লাগল? অরুন রায় আত্মহত্যা করেছেন নাকি এর পিছনে অন্য কোন রহস্য আছে তার উত্তর খুঁজতে তদন্ত শুরু করেছে জগদীশপুর ফাঁড়ির পুলিশ। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি অরুণ রায়ের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
Be the first to comment