চোখের সামনে ধসে যাচ্ছে বাড়ি-ঘর, হাওড়ায় হাহাকার! নির্বিকার পুরসভা..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- চারদিন কেটে গেল। পরিস্থিতি সেই একই রকম। পাইপ লাইন ফেটে বিপর্যস্ত হাওড়ার বেলগাছিয়া। ভেঙে পড়েছে একের পর এক বাড়ি। চারদিন ধরে নেই বিদ্যুৎ। খাওয়ার ও ব্যবহারের জলটুকুও নেই। পেটে খাবারও নেই। আর এবার মাথার ছাদটুকুও চলে যাচ্ছে। প্রথমে ফাটল, তারপর ভেঙে পড়ছে একের পর এক বাড়ি। প্রশাসনের বিরুদ্ধে চরম উদাসীনতার অভিযোগ স্থানীয়দের।
হাওড়ার বেলগাছিয়া ভাগাড় সংলগ্ন এলাকা জুড়ে তীব্র জলকষ্ট এখনও অব্যাহত। নির্জলা উত্তর হাওড়া বিধানসভার ১৪টি ওয়ার্ড। বালি পুরসভার ৩টি ওয়ার্ডেও জলকষ্ট। কান্নায় ভেঙে পড়েছেন স্থানীয়রা। হাওড়া পুরসভা এবং কলকাতা পুরসভার জলের ট্যাঙ্ক পাঠিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জল নিতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যাচ্ছে। যেসব বাড়িগুলিতে ভূমিধসের কারণে ফাটল দেখা দিয়েছে সেগুলো এখনও পর্যন্ত সেই অবস্থাতেই পড়ে রয়েছে। রবিবার সকালেও দেখা গেল সেই চিত্র।
রবিবার সকালেও চোখের সামনে ভেঙে পড়ল বাড়ি। হুড়মুড়িয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে একের পর এক বাড়ি। সংসার গুটিয়ে অন্যত্র চলে যাচ্ছেন অনেকে। কান্নায় বিহ্বল এলাকাবাসীর অভিযোগ, “দিন আনি দিন খাই, কোথায় যাব? বাচ্চাদের নিয়ে কোথায় কোথায় ঘুরব? কেউ সাহায্য করবে না। এর থেকে ভালো বুলডোজার দিয়ে চাপা দিয়ে দিন। সারা রাত রাস্তায় বসে থাকি, রাস্তাতেই বাচ্চাদের ঘুম পাড়াই। ভাগাড় কুড়িয়ে খাই, রাতভর বৃষ্টিতে কোনওভাবে রয়েছি। কেউ ঘর ভাড়াও দিচ্ছে না, কোনও সাহায্য পাচ্ছি না।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*