রোজদিন ডেস্ক:- নভেম্বরে শীত নিয়ে বড় আপডেট জানিয়ে দিল আইএমডি। কী হতে চলেছে তাপমাত্রার পারদের গতি? স্পষ্ট পূর্বাভাস জানিয়ে দিল আইএমডি। জেনে নিন কবে থেকে জাকিয়ে ঠান্ডা পড়বে।
দেশ জুড়েই আবহাওয়ার মেজাজ ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। বর্ষাকালে অনেক রাজ্যেই গড় বৃষ্টিপাত যথেষ্ট বেশি রেকর্ড করা হয়েছে।
এবার শীত নিয়েও মরসুম সম্পর্কিত একটি সবিস্তার আপডেট প্রকাশ করে দিল আইএমডি।
এবার দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর জেরে দেশের অধিকাংশ অঞ্চলে ভারী বর্ষণ চলেছে লাগাতার। বঙ্গোপসাগর থেকে আরব সাগর পর্যন্ত অনুকূল পরিস্থিতির কারণে অধিকাংশ রাজ্যে গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এরইমধ্যে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) ভারতের সমতল ভূমিতে এই শীতে তীব্র ঠান্ডার পূর্বাভাস দিয়েছিল। কিন্তু এবার ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) শীত সম্পর্কে একটি চমকে দেওয়া আপডেট প্রকাশ করেছে।
আইএমডি ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, “পশ্চিমী ঝঞ্ঝার অনুপস্থিতি এবং বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপ সিস্টেমের কারণে পূর্ব দিকের বাতাস প্রবাহ আগামীতে দেশে গরম আবহাওয়ার জন্য দায়ী।
আবহাওয়াবিদ মৃত্যুঞ্জয় মহাপাত্র আরও বলেন, ‘উত্তর-পশ্চিম ভারতে তাপমাত্রা কমার জন্য উত্তর-পশ্চিমী বাতাসের প্রয়োজন। কিন্তু তার অনুপস্থিতি শীত আসার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। একইসঙ্গে বর্ষার প্রবাহও লক্ষ্য করা যাচ্ছে, যা তাপমাত্রা কমতে দেয় না।
আবহাওয়াবিদ আরও বলেছিলেন যে উত্তর-পশ্চিম সমভূমিতে তাপমাত্রা কমপক্ষে আগামী দুই সপ্তাহ স্বাভাবিকের থেকে ২-৫ ডিগ্রি বেশি থাকবে, তারপরে তা ধীরে ধীরে হ্রাস পাবে। একটু একটু করে শীতের প্রভাব তখন থেকে পরিলক্ষিত হবে।
দক্ষিণ উপদ্বীপে উত্তর-পূর্ব বর্ষার কারণে, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকাল, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, রায়ালসিমা, কেরল, মাহে এবং দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকে নভেম্বরে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
Be the first to comment