অমৃতা ঘোষ মন্ডল,
বাড়িঘর ঝকঝকে রাখতে আমরা সকলেই পছন্দ করি৷ কিন্তু কাজ কর্মের ব্যস্ততায় তা হয়ে ওঠে না, আবার যদিও বা সময় বেরয় তো পর্যাপ্ত পরিমান জিনিসপত্র না থাকার কারণে হয়ে ওঠে না৷
আজকে আমরা সেরমই কিছু ঘরোয়া জিনিস নিয়ে আলোচনা করব যেগুলি দিয়ে ঘরবাড়ি পরিস্কার রাখা সম্ভব হয়৷
১) বেসিন ও সিঙ্ক : গরম জলে অর্ধেক কাপ বেকিং সোডা ও এক কাপ ভিনিগার মিশিয়ে বেসিন ও সিঙ্ক ড্রেন এ ঢেলে দিন, তারপর আরো কিছু টা গরম জল ঢেলে দিন, এতে বেসিন পরিস্কার ও হবে এবং জীবানু মুক্ত হবে ৷
২) ওয়াশিং মেশিন: মেশিন এ আধ কাপ মাউথ ওয়াস ঢালুন,আর পরিস্কার করুন৷
৩)জানলা,কাঁচ,মেঝে : সাইট্রাস ফ্রুট ও ভিনিগার খুব ভাল ক্যামিকাল পরিস্কার এর জন্য৷ তাই কমলা লেবুর চোকলা একটি বোতল এ ভরুন,আর বোতল টি ভিনিগার দিয়ে পরিপূর্ণ করে ২সপ্তাহ রাখুন,তারপর খোসা ফেলে ওটা ১:১ অনুপাতে জলের সাথে মিশিয়ে এগুলি পরিস্কার করুন৷
৪)কাঠের জানলা : ১:২ অনুপাতে বেকিং সোডা ও ভেজিটেবিল ওয়েল মিশিয়ে টুথব্রাশ দিয়ে ঘোষুন,পরিস্কার হবে ৷
৫)ফ্রিজ: এক কাপ ভিনিগার, এক কাপ বেকিং সোডা আর কয়েক ফোঁটা লেমন অ্যাসেনশিয়াল ওয়েল দিয়ে মিশিয়ে ওয়াইপার দিয়ে মুছুন৷
এছাড়া বিভিন্ন দাগ তুলতে ব্যবহার করবেন ঘরেরই কিছু জিনিস দিয়ে যেমন:
..রেড ওয়াইন এর দাগ তুলতে ব্যবহার করুন হোয়াইট ওয়াইন৷
..গ্রিজ এর দাগ তুলতে বেকিং সোডা৷
..রক্তে দাগ তুলতে হাইড্রোজেন পেরওক্সসাইট ব্যবহার করুন৷
..তেলের দাগ তুলতে সাদা চক৷
..কফি র দাগ তুলতে ব্রেকিং সোডা৷
..ঘামের দাগ তুলতে পাতি লেবুর রস৷
..কালির দাগ তুলতে দুধ ও মেকআপের এর দাগ তুলতে সেভিং ক্রিম ব্যবহার করুন৷
Be the first to comment