বাড়িঘর দাগমুক্ত রাখার ঘরোয়া টিপস্

young caucasian woman standing in clean house holding cleaning products, looking at tidy room
Spread the love

অমৃতা ঘোষ মন্ডল,

বাড়িঘর  ঝকঝকে রাখতে আমরা সকলেই পছন্দ করি৷ কিন্তু কাজ কর্মের ব্যস্ততায় তা হয়ে ওঠে না, আবার  যদিও বা সময় বেরয় তো পর্যাপ্ত পরিমান জিনিসপত্র না থাকার কারণে হয়ে ওঠে না৷

আজকে আমরা সেরমই কিছু ঘরোয়া জিনিস নিয়ে  আলোচনা করব যেগুলি দিয়ে ঘরবাড়ি পরিস্কার রাখা সম্ভব হয়৷
১) বেসিন ও সিঙ্ক : গরম জলে অর্ধেক কাপ বেকিং সোডা ও এক কাপ ভিনিগার মিশিয়ে বেসিন ও সিঙ্ক ড্রেন এ ঢেলে  দিন, তারপর আরো কিছু টা গরম জল ঢেলে দিন, এতে বেসিন পরিস্কার ও হবে এবং জীবানু মুক্ত হবে ৷
২) ওয়াশিং মেশিন: মেশিন এ আধ কাপ মাউথ ওয়াস ঢালুন,আর পরিস্কার করুন৷
৩)জানলা,কাঁচ,মেঝে : সাইট্রাস ফ্রুট ও ভিনিগার খুব ভাল ক্যামিকাল পরিস্কার এর জন্য৷ তাই কমলা লেবুর চোকলা একটি বোতল এ ভরুন,আর বোতল টি ভিনিগার দিয়ে পরিপূর্ণ  করে ২সপ্তাহ রাখুন,তারপর খোসা ফেলে ওটা ১:১ অনুপাতে জলের সাথে  মিশিয়ে এগুলি  পরিস্কার করুন৷
৪)কাঠের জানলা : ১:২ অনুপাতে বেকিং সোডা ও ভেজিটেবিল ওয়েল মিশিয়ে টুথব্রাশ  দিয়ে  ঘোষুন,পরিস্কার হবে ৷
৫)ফ্রিজ: এক কাপ ভিনিগার, এক কাপ বেকিং সোডা আর কয়েক ফোঁটা লেমন অ্যাসেনশিয়াল ওয়েল দিয়ে মিশিয়ে ওয়াইপার দিয়ে মুছুন৷
এছাড়া বিভিন্ন দাগ তুলতে ব্যবহার করবেন ঘরেরই কিছু জিনিস দিয়ে যেমন:
..রেড ওয়াইন এর দাগ তুলতে ব্যবহার করুন   হোয়াইট ওয়াইন৷
..গ্রিজ এর দাগ তুলতে বেকিং সোডা৷
..রক্তে দাগ তুলতে হাইড্রোজেন পেরওক্সসাইট      ব্যবহার  করুন৷
..তেলের দাগ তুলতে সাদা চক৷
..কফি র দাগ তুলতে ব্রেকিং সোডা৷
..ঘামের দাগ তুলতে পাতি লেবুর রস৷
..কালির দাগ তুলতে দুধ ও মেকআপের এর     দাগ তুলতে সেভিং ক্রিম ব্যবহার করুন৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*